Thank you for trying Sticky AMP!!

শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তান টি–টোয়েন্টি দলের অধিনায়ক বানাতে বললেন আকিব জাভেদ

বাবর নয় শাহিনকে টি–টোয়েন্টি অধিনায়ক চান আকিব জাভেদ

বাবর আজমকে তিন সংস্করণেই অধিনায়ক করে রাখার বিরোধিতা আছে পাকিস্তান ক্রিকেটে। দেশটির অনেক সাবেক ক্রিকেটারই বাবরকে যেকোনো একটি বা দুটি সংস্করণে অধিনায়কত্ব ছাড়তে বলেছেন। বাবরের ওপর থেকে চাপ কমাতে কিংবা তাঁর ব্যাটিং ফর্ম ঠিক রাখতেই দাবিটা উঠেছে।

পাকিস্তানের সাবেক পেসার ও ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য আকিব জাভেদ পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে চান বাবরকে। তিনি তাঁর জায়গায় চান পেসার শাহিন শাহ আফ্রিদিকে। পাকিস্তানে ইংরেজি সংবাদমাধ্যম অবজারভারকে আকিব জাভেদ বলেছেন, ‘টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর ঠিক আছে। টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া উচিত শাহিন আফ্রিদিকে। এটা করা উচিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই। সে ভয়ডরহীন ক্রিকেট খেলে। মনোভাবও অনেক ইতিবাচক।’

বোলার শাহিন সফল হতে চান ব্যাটিংয়েও

Also Read: ‘বাবর আমাকে পাকিস্তান দলে নিয়ে আসেনি’

পিএসএলের সর্বেশষ দুটি আসরে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। শাহিন নেতৃত্ব দিয়েছেন লাহোরের ফ্র্যাঞ্চাইজিটিকে। আকিব জাভেদ মনে করেন, শাহিন পিএসএলে অধিনায়ক হিসেবে যা যা করেছে, সেটি আর কেউই করতে পারেননি, ‘সবচেয়ে বড় কথা শাহিন লাহোর কালান্দার্সকে অধিনায়ক হিসেবে দুটি পিএসএল জিতিয়েছে। সে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়। তার নেতৃত্বের ধরন খুবই আগ্রাসী।’

আকিব চান বাবর আজম টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক থাকুন

শাহিনকে কেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেওয়া উচিত, সেটির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আকিব, ‘বাবরের বদলে শাদাবকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হলে কোনো লাভ নেই। খুব বেশি গুণগত বদল আসবে না। এমনকি রিজওয়ানকে আনলেও একই ব্যাপার। যদি সত্যিকারের গুণগত পরিবর্তন আনতে হয়, পাকিস্তান ক্রিকেট দলের টি-টোয়েন্টি ক্রিকেট সংস্কৃতিতে বদল আনতে হয়, তাহলে অবশ্যই শাহিনের হাতে ২০ ওভারের ক্রিকেটে পাকিস্তান দলের অধিনায়কত্ব তুলে দিতে হবে। শাহিনই পাকিস্তান ক্রিকেট দলকে সঠিক পথে নিয়ে যেতে পারবে।’