Thank you for trying Sticky AMP!!

মিরপুর টেস্টে প্রথম দিন দেরিতে বোলিং আক্রমণে এসেছিলেন সাকিব আল হাসান

সাকিব কেন এত কম বোলিং করছেন?

‘বোলার’ সাকিব কই? আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে এই প্রশ্নটা বারবার শোনা গেছে।

সেদিন আইরিশ ইনিংসের ৬৬তম ওভারে সাকিব আল হাসান বোলিংয়ে এসেছেন। মাত্র ৩ ওভারের ছোট্ট স্পেলের পর আর বোলিংয়ে আসেননি। তবে আইরিশরা ২১৪ রানে অলআউট হওয়ায় এ নিয়ে সাকিবের কম বোলিং করার বিষয়টি খুব একটা অনুভব হয়নি বা এ নিয়ে খুব বেশি কথাও হয়নি। কিন্তু আজ আইরিশদের দ্বিতীয় ইনিংস যখন লম্বা হচ্ছিল, তখনো ঘুরেফিরে ‘বোলার’ সাকিবকেই খুঁজেছে বাংলাদেশ দলের সমর্থকেরা।

সাকিব বোলিংয়ে এসেছেন ঠিকই। কিন্তু দিনের ৯০ ওভারের মধ্যে মাত্র ৬ ওভার হাত ঘুরিয়েছেন। বাকি সময়টা কখনো স্লিপ, কখনো কাভার কিংবা মিড অনে ফিল্ডিং করে কাটিয়েছেন। দল যখন চাপের মুখে, টেস্ট দলের অধিনায়কের যথেষ্ট বোলিং না করার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল।

দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

তবে তাঁর কাছে কোনো উত্তর ছিল না, ‘আমার বলতেই হবে, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তাকে (সাকিব) দেখে তো ফিটই মনে হয়েছে। সে কয়েকবার বাইরে বের হয়েছে, বাথরুমের বিরতির জন্য। আমি ঠিক নিশ্চিত নই। সে হয়তো বাকিদের একটা সুযোগ দিতে চেয়েছে, কাজটা করার জন্য। আমি সত্যিই জানি না, সে আজকে বেশি বোলিং করেনি কেন।’

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

গতকাল বিকেলে আইরিশদের টপ অর্ডারে ছোটখাটো ধস নামে সাকিবের বোলিংয়েই। নতুন বলে তাঁর বাঁহাতি স্পিন বেশ কার্যকরী মনে হচ্ছিল। ৬ ওভারের প্রথম স্পেলে নেন দুই উইকেট। ধারণা করা হচ্ছিল, আজও নতুন বল এলে এক প্রান্ত থেকে বোলিং করবেন তিনি। কিন্তু সাকিব নতুন বলে মাত্র দুই ওভার বোলিং করেছেন।

Also Read: আইসিসির মার্চ মাসের সেরার মনোনয়নে সাকিব

ডোনাল্ডের কাছেও নেই এর কোনো ব্যাখ্যা, ‘আজকে আমরা যখন দ্বিতীয় নতুন বল নিলাম, আমি মনে করেছিলাম এটি বড় ফ্যাক্টর হবে। সত্যি বলতে এটি (নতুন বল) গতকালের মতো অত স্পিন করেনি। আমার মনে হয়েছে, এটি নতুন বলের পিচ। আপনি এই উইকেটে থিতু হয়ে গেলে রান করতে পারবেন। আমি এই প্রশ্নটা (বেশি বোলিং না করা) সাকিবকেই করার জন্য রেখে গেলাম (হাসি)।’

প্রথম দিনের মতো তৃতীয় দিনেও বোলিংয়ে কম এসেছেন সাকিব

সাকিব নিয়মিত বোলিং করলে যে বাংলাদেশ দলের কাজটা সহজ হতো, ডোনাল্ড সেটাও মানছেন। বললেন, ‘ (সে বোলিং করলে আরও ভালো হতো কি না?) হ্যাঁ অবশ্যই! সে যেটা দারুণভাবে করে, এক প্রান্ত পুরো আটকে ফেলে। তার বল খেলা কঠিন। কারণ সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সে খুব স্মার্টলি গতির তারতম্য করে। যদিও সারা দিন তেমন টার্ন করেনি, তবে আমার মনে হয়েছে, সে হয়তো এক প্রান্ত নিয়ন্ত্রণ করতে পারত।’

Also Read: সাকিবের না থাকা কেকেআরকে ভোগাবে: ইউসুফ পাঠান

Also Read: তবে কি সাকিবের আইপিএল ক্যারিয়ার শেষ