Thank you for trying Sticky AMP!!

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ করোনায় আক্রান্ত

আর্জেন্টিনার জার্সিতে ডিয়েগো ম্যারাডোনার কোচ ছিলেন কার্লোস বিলার্দো। ছবি: এএফপি

ফুটবলবিশ্বে কার্লোস বিলার্দোর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। ডিয়েগো ম্যারাডোনাদের আর্জেন্টিনা তাঁর অধীনে ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল। ৮২ বছর বয়সী সাবেক এ কোচ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সংবাদ সংস্থা রয়টার্সকে খবরটি নিশ্চিত করেছে বিলার্দোর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র।

বিলার্দোর শরীরে কোভিড-১৯ ভাইরাস আক্রান্তের কোনো লক্ষণ প্রকাশ পায়নি। সূত্রটি বলেছে, 'তারা (বিলার্দো) পরীক্ষা করিয়েছে এবং ফলটা পজিটিভ। যদিও তার শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায়নি।'

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সাবেক এ কোচ ২০০৪ সালে সর্বশেষ এস্তুদিয়ান্তেসের দায়িত্বে ছিলেন। বিলার্দোর সমর্থনে টুইট করেছে এস্তুদিয়ান্তেস। ২০১৮ সাল থেকে বুয়েন্স এইরসের এক নার্সিং হোমে বসবাস করছেন তিনি।

আর্জেন্টিনার যুব দলে খেলা বিলার্দো খেলতেন মিডফিল্ডে। এস্তুদিয়ান্তেসের হয়ে কোপা লিবার্তোদোরেস জিতেছেন তিনি। তবে আর্জেন্টাইন ফুটবলে বিলার্দোকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ জয়ের জন্য।