Thank you for trying Sticky AMP!!

চেলসি-ফ্রাঙ্কফুর্ট ম্যাচের হাইলাইটস দেখুন এখানে

ইউরোপা লিগের ফাইনালে উঠেছে চেলসি। ছবি : এএফপি
>

শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে গত রাতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে চেলসি।

চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপা লিগেও অল ইংলিশ ফাইনাল নিশ্চিত করল চেলসি। দিনের প্রথম সেমিতে আর্সেনাল জেতার কারণে ফাইনালটা অল ইংলিশ করতে হলে চেলসিকে জিততেই হতো। সেটাই করেছে তারা। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউট শেষে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে তারা।

ম্যাচের ২৮ মিনিটের মাথায় গোল করে চেলসিকে এগিয়ে দেন তরুণ ইংলিশ মিডফিল্ডার রুবেন লফটাস-চিক। ৪৯ মিনিটে ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচ। ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি। এমনকি অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের মুখ দেখেনি দুই দল। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে চেলসির অধিনায়ক সেজার অ্যাজপিলিকুয়েতা পেনাল্টি মিস করলে হারের শঙ্কা ঘিরে বসে চেলসিকে। কিন্তু এই সময়ে চেলসির ত্রাতা হিসেবে আবির্ভূত হন গোলরক্ষক কেপা আরিজাবালাগা। মার্টিন হিন্টেরেগার ও গনসালো পাসিয়েনসিয়ার দুটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে চেলসিকে ফাইনালে নিয়ে যান তিনি।

ম্যাচটির হাইলাইটস দেখতে ক্লিক করুন এখানে ‘ক্লিক করুন এখানে’