Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ দলে করোনার থাবা, ৪ জন আক্রান্ত

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। ছবি: প্রথম আলো

আজ দুপুরেই জানা গিয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তিনি জাতীয় দলের ক্যাম্পে রিপোর্টই করতে আসেননি। সন্ধ্যার পর জানা গেল, জাতীয় দলের আরও তিন ফুটবলারের করোনা আক্রান্ত। তাঁরা তিনজনই জাতীয় দলের নতুন মুখ এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার যাবতীয় রোমাঞ্চ নিমিষেই শেষ!

অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের বাকি চারটি ম্যাচ সামনে রেখে গাজীপুরের সারাহ রিসোর্টে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আজ রাতে ১২জন ফুটবলারের সেখানে যাওয়ার কথা ছিল। যাওয়ার আগে সবার করোনা পরীক্ষা করা হয়। তাতেই ধরা পড়ে এই তিনজন আক্রান্ত। বাকি ৮ ফুটবলার রাত সাড়ে আটটায় রওনা হয়েছেন গাজীপুর।

ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান আলী ইমরান, ‘তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছে। তারা দুই দিন আগে ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা করালে তখন তাদের শরীরে করোনা ছিল না, কিন্তু আজ ধরা পড়েছে। খেলোয়াড় হওয়ায় আমি মনে করি, ৭ থেকে ১৪ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে। ’