
বাসা, হোটেল, রেস্তোরাঁ কিংবা পানশালা—আজ রাতে লেভানডফস্কি, ইয়ামাল, রাফিনিয়ারা যেখানেই থাকুন, চোখ থাকবে টিভি পর্দায় অথবা মোবাইল স্ক্রিনে। কেন?
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে, ভিনিসিয়ুস, বেলিংহামরা এই ম্যাচ হারলেই লেভা-ইয়ামালরা শুরু করবেন উৎসব। কারণ, তাঁদের দল বার্সেলোনা যে তিন ম্যাচ বাকি থাকতেই লা লিগায় চ্যাম্পিয়ন হবে!
গত রোববার মৌসুমের শেষ এল ক্লাসিকো লা লিগার শিরোপা জয়ের গতিপথ ঠিক করে দেবে বলেই সবাই ধরে নিয়েছিলেন। সেদিন নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে রিয়ালের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখেছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছিল ৪-৩ গোলে।
সেই জয়ের পর তিন ম্যাচ হাতে রেখে রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯। ৩৫ ম্যাচ শেষে হান্সি ফ্লিকের দলের পয়েন্ট ৮২, সমানসংখ্যক ম্যাচ খেলে বিদায়ী কোচ কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৭৫।
আজ মায়োর্কার কাছে রিয়াল হেরে গেলে ৭৫ পয়েন্টেই আটকে থাকবে। এরপর ১৮ মে সেভিয়া এবং ২৫ মে সোসিয়েদাদের বিপক্ষে জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৮১। অর্থাৎ বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট কম।
তার মানে, রিয়াল আজ হেরে গেলে বার্সা এস্পানিওল, ভিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের শেষ তিন ম্যাচ হারলেও লা লিগায় শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত। সেটা হলে ফ্লিক স্প্যানিশ ফুটবলে নিজের প্রথম মৌসুমেই লিগজয়ী দলের কোচ হবেন।
রিয়াল আজ ড্র করলে এবং শেষ দুই ম্যাচ জিতলেও বার্সা বাকি সব ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হতে পারে। সে ক্ষেত্রে লা লিগা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দুই দলের শেষ তিন ম্যাচের ফল এমন হলে তাদের পয়েন্ট হবে সমান ৮২ করে। লা লিগায় চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হলে মুখোমুখি দেখায় গোল ব্যবধান হিসাব করা হয়।
লা লিগার এই মৌসুমে দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৮ গোল দিয়েছে বার্সা, খেয়েছে ৩ গোল। মুখোমুখি দুই ম্যাচেও বার্সাই জিতেছে। তাই পয়েন্ট সমান হলেও বার্সাকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আবার রিয়াল যদি আজ মায়োর্কার সঙ্গে ড্র করে, তাহলে আগামীকাল কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে বার্সা ড্র করলেই চ্যাম্পিয়ন হবে।