Thank you for trying Sticky AMP!!

ভিনিসিয়ুস জুনিয়র এবার মেস্তায়ায় কেমন আতিথেয়তা পাবেন?

ভিনিসিয়ুস ভ্যালেন্সিয়াতে ফিরছেন ‘উচ্চ ঝুঁকির’ ম্যাচ খেলতে, এবার কী হবে

২১ মে ২০২৩। ভিনিসিয়ুস জুনিয়রের জীবনে এমন রাত খুব কমই এসেছে। গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন লাগাতার, হয়েছেন বাজে ট্যাকলের শিকার আর শেষ পর্যন্ত প্রতিবাদ করতে গিয়ে দেখেছেন লাল কার্ড।

সেদিন ভিনিসিয়ুসের আক্রান্ত হওয়ার ঘটনাটি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা হতে শুরু করে ব্রাজিলের সরকার পর্যন্ত গড়ায়। তৈরি হয় নতুন আইন, গঠন হয় বর্ণবাদবিরোধী কমিটিও। ফুটবল–বিশ্বে তোলপাড় ওঠা ঘটনাটি ঘটেছিল ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায়। ঘটনার প্রায় এক বছর পর আজ সেই মেস্তায়ায় ফিরছেন ভিনিসিয়ুস জুনিয়র। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

ভিনিসিয়ুস স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গো ছেড়ে রিয়ালে যোগ দেন ২০১৮ সালে। এর পর থেকে স্পেনের ফুটবলে বর্ণবাদের শিকার হয়েছেন বেশ কয়েকবার। কিন্তু মেস্তায়ার সেই রাতের ঘটনা ছাপিয়ে গিয়েছিল আগের সবকিছুকেই। গ্যালারি থেকে বর্ণবাদের শিকার হওয়ার পর ভিনিসিয়ুসও তেড়ে গিয়েছিলেন। এসবের জেরে ১০ মিনিটের মতো খেলাও বন্ধ থেকেছে। ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে শেষ দিকে কার্ড দেখে মাঠও ছাড়তে হয় তাঁকে।

এ ঘটনায় ফুটবল অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে গ্যালারির একটি অংশে পাঁচ ম্যাচের জন্য দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা, ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়। ভিনিসিয়ুস আক্রান্ত হওয়ার জেরে ফিফা ভিনিসিয়ুসকে প্রধান করে একটি বিশেষ বর্ণবাদবিরোধী কমিটি গঠন করে। যাদের কাজ হচ্ছে ফুটবলে এ ধরনের আচরণ রোধে কঠোর শাস্তির সুপারিশ করা। এ ছাড়া ব্রাজিল সরকারও বর্ণবাদী আচরণ নির্মূলের উদ্দেশ্যে একটি আইন পাস করে। আগামী ২৬ মার্চ ভিনির সমর্থনে সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে ব্রাজিল, যার মূলে থাকবে বর্ণবাদ দূরকরণ বার্তা।

Also Read: পেলের পথে হেঁটে জাতিসংঘে ভিনিসিয়ুস

ভ্যালেন্সিয়াও অবশ্য এ বিষয়ে চুপ থাকেনি। ৪ দর্শককে তারা আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করে। এ ঘটনায় একটি মামলার তদন্ত কার্যক্রমও চলছে। ভ্যালেন্সিয়ার দাবি, দর্শকদের অতি ক্ষুদ্র একটি অংশ বর্ণবাদী আচরণ করেছে। এর সঙ্গে তাদের সমর্থকদের মেলানো অন্যায় হবে। কিন্তু গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার একটি সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

আজ মেস্তায়ায় কি এমন উল্লাস করতে পারবেন ভিনিসিয়ুস জুনিয়র?

ভিনিসিয়ুসের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করছে নেটফ্লিক্স, যেখানে অবধারিত অংশ হিসেবে থাকবে মেস্তায়ায় ভিনির আক্রান্তের বিষয়টি। কিন্তু ভ্যালেন্সিয়া নেটফ্লিক্সকে তাদের স্টেডিয়ামে প্রবেশে অনুমতি দেয়নি। যে কারণে আজকের রিয়াল মাদ্রিদ–ভ্যালেন্সিয়া ম্যাচেও বর্ণবাদের আবহ থাকছেই। এরই মধ্যে স্পেনে খেলাধুলায় সহিংসতা ও বর্ণবাদ দূরীকরণের জন্য গঠিত স্টেট কমিশনের স্টান্ডিং কমিটি রিয়াল–ভ্যালেন্সিয়া ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকির ম্যাচ’ হিসেবে ঘোষণা দিয়েছে। যার অর্থ, ম্যাচ ঘিরে মাঠ ও মাঠের বাইরে পুলিশ ও বেসরকারি নিরাপত্তা বাহিনীর মোতায়েন বাড়বে।

Also Read: ভিনিসিয়ুসকে এমবাপ্পে, ‘তুমি একা নও’

গতকাল মাদ্রিদে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনেও গত মে মাসের ভ্যালেন্সিয়ার ঘটনাটি আলোচিত ছিল। এক সাংবাদিক মেস্তায়ায় ভিনির নাজেহাল হওয়ার ঘটনা মনে আছে কি না, জিজ্ঞেস করলে রিয়াল কোচ বলেন, ‘যা ঘটেছে, ভুলিনি। কারণ, বর্ণবাদী আচরণকে চিহ্নিত করতে হবে এবং নিন্দা জানাতে হবে।’
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে রিয়ালের হয়ে ২৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ভিনিসিয়ুস।

Also Read: ভিনিসিয়ুসের ঘটনায় মেসি-রোনালদো কেন চুপ