Thank you for trying Sticky AMP!!

মেসি, এমবাপ্পে দুজনই আছেন ছন্দে

বায়ার্নের বিপক্ষে জয় পেতে তৈরি পিএসজি, বলছেন মেসি

ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হার। যা করার পিএসজির এখন করতে হবে বায়ার্নের মাঠেই। প্যারিসে হার, নেইমারবিহীন পিএসজির মিউনিখে জয় পাওয়ার চ্যালেঞ্জ।

বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে কি একটু চাপেই আছে পিএসজি? তেমনটাই তো হওয়ার কথা। যদিও মেসির কথাতে তা মনে হয় না। আর্জেন্টাইন এই অধিনায়ক মানছেন, মিউনিখে কাজটা করা কঠিন। তবে তাঁর বিশ্বাস, এই কঠিন কাজটা করার জন্য প্রস্তুত পিএসজি।

Also Read: ‘আমার জীবনটাই এমন, প্রতিদিন নিজেকে নিংড়ে দিই’

আজ সেই ম্যাচের আগে পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত তাঁর সাক্ষাৎকারে বায়ার্ন ম্যাচে নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মেসি।

প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা ছন্দে ছিল না পিএসজি। প্রথম লেগের আগে খেলা দুই ম্যাচেই হেরেছিল তারা। ফরাসি কাপে মার্শেইর বিপক্ষে হেরে বিদায়ের পর লিগে হেরেছিল মোনাকোর বিপক্ষে। সঙ্গে চোটে ভুগছিলেন কিলিয়ান এমবাপ্পে।

লিলের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে চোট পেয়েছিলেন নেইমার

পিএসজিতে চোটের সমস্যা আছে এখনো। চোটের কারণে মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। এর জন্য অবশ্য দলের ছন্দে এখনো প্রভাব পড়েনি। বায়ার্নের কাছে ১-০ গোলে হারার পর টানা তিনটি ম্যাচ জিতেছে পিএসজি। এর মধ্যে নেইমার ছিলেন না দুই ম্যাচেই। সঙ্গে জমে উঠেছে মেসি–এমবাপ্পে জুটিও।

Also Read: ফিফা বর্ষসেরা পুরস্কার হাতে নিয়ে যা বলেছেন মেসি

বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে মেসি বলেছেন, তাঁরা ভালোভাবেই প্রস্তুত, ‘এই ম্যাচের আগে টানা তিন ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে আমরা সেরা ছন্দে ছিলাম না, যেমনটা পুরো মৌসুমে ছিলাম। আমার মনে হয় মিউনিখে খেলার আগে পুরো দলকে পুনরুজ্জীবিত করার মতো গুরুত্বপূর্ণ জয়গুলো পেয়েছি।’

মেসি এরপর যোগ করেন, ‘ম্যাচটা কঠিন হবে, সেখানে ছোটখাটো কিছু বিষয়ও পার্থক্য গড়ে দেবে। মিউনিখে জয় পাওয়া কঠিন, কিন্তু আমারও ম্যাচটার জন্য ভালোভাবে প্রস্তুত। পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আমাদের আছে। আমিও ভালো বোধ করছি। আমার মনে হয়, গত কয়েক ম্যাচে দলটা পরিবর্তন হয়েছে। নতুন মুখ এসেছে, নতুন গতি এসেছে।’

Also Read: মৌসুমই শেষ হয়ে গেল নেইমারের

চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্যই মেসিকে নেইমার–এমবাপ্পেদের মতো বড় মুখকে দলে ভিড়িয়েছিল পিএসজি। সেই চেষ্টায় আগের মৌসুমে ব্যর্থ হয়েছে তারা। প্রথম লেগে হারার পর এবারের মৌসুমেও খানিকটা পিছিয়ে আছে তারকাখচিত এই দল। মেসি অবশ্য শেষ ষোলো পার করতে এখনো আশাবাদী, ‘চ্যাম্পিয়ন লিগে আমাদের পথচলা চালিয়ে যেতে আমরা আশাবাদী। বায়ার্নের বিপক্ষে জয় পেতে, পরের রাউন্ডে যেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটাই সবার লক্ষ্য।’