Thank you for trying Sticky AMP!!

মাইলফলক স্পর্শ করার পর এমবাপ্পে

পিএসজির ৩০০০, এমবাপ্পের ক্লাব রেকর্ড স্পর্শ

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর ব্রেস্তের বিপক্ষে ম্যাচেও হোঁচট খাওয়ার পথে ছিল পিএসজি। তবে লিওনেল মেসিকিলিয়ান এমবাপ্পের যুগলবন্দীতে শেষ মুহূর্তে সেই ধাক্কা এড়ায় প্যারিসের পরাশক্তিরা। মেসির সহায়তায় গোল করে দলকে জয় এনে দেন এমবাপ্পে।

এ গোলে স্বস্তির জয় পাওয়ার পাশাপাশি পিএসজি একটি মাইলফলক ছুঁয়েছে। লিগ ওয়ানে এটি ছিল প্যারিসের ক্লাবটির ৩০০০তম গোল। পিএসজির গোলের মাইলফলকের রাতে এমবাপ্পে স্পর্শ করেছেন আরেকটি ক্লাব রেকর্ড। লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে এদিন কাভানিকে ছুঁয়ে ফেলেছেন ফরাসি তারকা।

Also Read: ৯০ মিনিটে মেসির পাসে এমবাপ্পের গোল, কষ্টে জিতল পিএসজি

২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। পিএসজির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। গোল করা এবং করানোয় ক্রমে নিজের ভান্ডার সমৃদ্ধ করেছেন এমবাপ্পে।

মেসির সহয়তায় গোল করেছেন এমবাপ্পে

এর আগে নঁতের বিপক্ষে গোল করে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলে কাভানিকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে ওঠেন এমবাপ্পে। আর এবার তিনি ফরাসি লিগ ‘আঁ’তেও গোলের রেকর্ডে কাভানিকে ছুঁয়ে ফেলেছেন।

Also Read: কথা বললেই এমবাপ্পে মেসির চেয়ে ভালো, ব্যস ক্লাসরুম শান্ত

পিএসজির জার্সিতে ১৬৫ ম্যাচ খেলে এমবাপ্পের গোল এখন ১৩৮টি। এর আগে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত এই ৭ বছরে পিএসজির হয়ে খেলে লিগ ওয়ানে ১৩৮ গোল করেছিলেন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকারকে অবশ্য এমবাপ্পের চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে। তিনি এই রেকর্ড গড়েছিলেন ২০০ ম্যাচ খেলে।

Also Read: মেসি–এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে যা বললেন পিএসজি কোচ

অন্যদিকে, এই ম্যাচ দিয়ে লিগ ওয়ানের ১২তম দল হিসেবে ৩ হাজার গোলের নতুন কীর্তি গড়ল পিএসজি। এই গোলগুলো করতে পিএসজির লেগেছে ১ হাজার ৮৫৮ ম্যাচ। ইতিহাসের তৃতীয় দ্রুততম দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে তারা। পিএসজির চেয়ে কম খেলে লিগ ওয়ানে ৩ হাজার গোল করেছে শুধু মার্শেই ও সাঁত এতিয়েন। এই দুই দলের লেগেছে যথাক্রমে ১ হাজার ৮০১ ও ১ হাজার ৮১৬ ম্যাচ।