Thank you for trying Sticky AMP!!

ছবির গল্পে ‘তিন তারকা’ মেসিদের বিশ্বকাপ জয়ের উৎসব

স্টেডিয়ামের ফটক খোলার কয়েক ঘণ্টা আগেই ভিড় জমান দর্শকেরা। কয়েক শ মিটার দূরে তাঁদের অপেক্ষায় রাখেন নিরাপত্তাকর্মীরা
খেলা শুরুর আগে তিল ধারণের ঠাঁই নেই পরিস্থিতি তৈরি হয় বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে
অবশেষে আর্জেন্টিনার জার্সিতে তিন তারকা। ৩ যুগ অপেক্ষার পর...
ম্যাচ শুরুর আগে মাঠে নেমে পড়ে আর্জেন্টাইন ফুটবলারদের সন্তানরা। গ্যালারি ভরা দর্শকের সামনে উৎফুল্ল মেসির দুই ছেলে
বিশ্বকাপজয়ী সঙ্গীর উৎসবের দিনে হাজির হন আর্জেন্টাইন ফুটবলারদের স্ত্রী–প্রেমিকারা
পানামার বিপক্ষে ম্যাচটা ছিল ‘ফ্রেন্ডলি’। জয় বা হারের বিশেষ গুরুত্ব ছিল না। কিন্তু গোলের পর আর্জেন্টাইনদের উদ্‌যাপন ছিল উচ্ছ্বাসে ভরা, সময়টা যে উপভোগের

Also Read: আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেসির ৮০০তম গোল

সব ফুটবলারের জন্য ছিল একটা করে রেপ্লিকা ট্রফি
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া চলে এসেছেন। ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষায় মেসিরা
এই আমাদের বিশ্বকাপ, এটা আর্জেন্টাইনদের জন্য—যেন এমনটাই জানান দিলেন মেসি–দি মারিয়ারা
উৎসবের কেন্দ্রে অবশ্যই মেসি, সঙ্গে তাঁর স্ত্রী–সন্তানও

Also Read: মেসির ৮০০ গোলের ৮ গল্প

বাবার বিশ্বকাপ ট্রফিকে মাথার মুকুটই বানিয়ে ফেলল মাতেও
ট্রফিটা হাতে নিয়ে দেখছে কোচ লিওনেল স্কালোনির ছেলে। পাশে দাঁড়িয়ে সহকারী কোচ পাবলো আইমার (মাঝে) ও রবার্তো আয়ালা (বাঁয়ে)
সবার হাতে ট্রফি, গল্পে মজে আছেন মেসি–দি পলরা
বিশ্বকাপ ফাইনালের পর এমিলিয়ানো মার্তিনেজের করা সেই উদ্‌যাপন অনুকরণ করলেন মার্কোস আকুনিয়া, গুইদো রদ্রিগেজ, জেরোনিমো রুই ও জার্মান প্যাজেলারা

Also Read: মার্তিনেজের সেই উদ্‌যাপন ফিরল আর্জেন্টিনার উৎসবে

স্কালোনিকে মাথায় তুলে নাচলেন ফুটবলাররা
সতীর্থদের উদ্‌যাপনের মধ্যমণি হয়ে ওঠেন মেসিও
আর্জেন্টাইন ফুটবলাররা আনন্দ ভাগাভাগি করে নিলেন গ্যালারি ভরা দর্শকের সঙ্গেও
খেলোয়াড়দের সঙ্গে এক ফ্রেমে বিশ্বকাপ ট্রফি, পরিবারের সদস্য ও দর্শক। অতঃপর মধুরেণ সমাপয়েৎ

Also Read: আর্জেন্টিনার পরের বিশ্বকাপ জিততে বেশি সময় লাগবে না, আশা মেসির