Thank you for trying Sticky AMP!!

মেসির পিএসজি ক্যারিয়ার শেষের পথে

মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। এ সময় তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও।

ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

মেসি পিএসজির হয়ে সর্বশেষ খেলেছেন রোববার। লিগ আঁতে লঁরার বিপক্ষে ম্যাচের পরই সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।

সোমবার দলের অনুশীলন সূচি থাকায় তাঁকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।

Also Read: হঠাৎ সপরিবার সৌদি আরবে মেসি

অনুমতি না পাওয়ার পরও পরিবার নিয়ে সৌদি আরবে যান আর্জেন্টাইন অধিনায়ক। তখনই আভাস ছিল, এ জন্য শাস্তি হতে পারে মেসির।

নিষেধাজ্ঞা থাকাবস্থায় পিএসজির দুটি ম্যাচ মিস করবেন মেসি। খেলতে পারবেন ২১ মে অঁজার বিপক্ষে ম্যাচে।

মেসি সৌদি আরবের পর্যটন দূত। এ নিয়ে দ্বিতীয়বার সেখানে গেলেন তিনি।

Also Read: লাল কার্ড ও পিএসজির হারে দুয়ো মেসি–এমবাপ্পেদের