Thank you for trying Sticky AMP!!

মৌসুমশেষে পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে

এমবাপ্পে পিএসজি ছাড়ার ঘোষণা কখন দেবেন

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন, এটা নিশ্চিত। এরই মধ্যে ক্লাব পরিচালকদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। এমবাপ্পে নাম লেখাচ্ছেন রিয়াল মাদ্রিদে, নিশ্চিত এটিও। কিন্তু যা এখনো নিশ্চিত নয়, তা হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণ।

পিএসজি এবং রিয়াল মাদ্রিদ, দুই দলই এখনো লিগ ও ইউরোপিয়ান ট্রফির দৌড়ে টিকে আছে। লিগ আঁ-তে পিএসজি আর লা লিগায় রিয়াল মাদ্রিদের শিরোপা অনেকটা নিশ্চিতও। কিন্তু চ্যাম্পিয়নস লিগ বিবেচনায় নিয়ে এখনই সুনির্দিষ্টভাবে কিছু জানাতে চাচ্ছে না রিয়াল বা এমবাপ্পে কোনো পক্ষই।

মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পে-রিয়াল চুক্তির খবরটি সামনে আনার জন্য এমবাপ্পেকে সুযোগ দিয়েছে রিয়াল। এমবাপ্পেই সিদ্ধান্ত নেবেন কখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ ক্ষেত্রে চ্যাম্পিয়নস লিগের বড় ভূমিকা আছে। পিএসজি, রিয়াল দুই দলই ফাইনালে উঠলে ঘোষণা দিতে সময় নেবেন এমবাপ্পে। কারণ, সর্বশেষ ড্র অনুসারে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখা হতে পারে পিএসজি-রিয়ালের।

কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ বার্সেলোনা, রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। উভয় দল ফাইনালে উঠলে এমবাপ্পের ঘোষণা আসবে ১ জুন লর্ডসে ফাইনাল শেষ হওয়ার পরে। কিন্তু কোনো একটি দল যদি আগেই বাদ পড়ে যায়, সে ক্ষেত্রে মে মাসের শেষ দিকেই খবরটা প্রকাশ্যে আনা হতে পারে। ফরাসি লিগে মৌসুমের শেষ ম্যাচ ১৮-১৯ মে। কিন্তু পয়েন্ট তালিকায় বড় ব্যবধানে (বর্তমানে ১২ পয়েন্টে) এগিয়ে থাকায় পিএসজির ট্রফি নিশ্চিত হয়ে যেতে পারে কয়েক দিন আগেই।

Also Read: এমবাপ্পে যখন ‘লটিন’

মার্কা জানিয়েছে, মে মাসের শেষ দিকেই এমবাপ্পেকে ক্লাব জার্সিতে পরিচয় করিয়ে দিতে চায় রিয়াল মাদ্রিদ। আগামী ২৯ ও ৩০ মে সান্তিয়াগো বার্নাব্যুতে মার্কিন সংগীত তারকা টেইলর সুইফটের কনসার্ট আছে। এর এক দিন আগে বা পরে এমবাপ্পেকে সামনে আনার লক্ষ্য দলটির।

এ বিষয়ে রিয়ালের সঙ্গে এমবাপ্পের যে বৈঠক হয়েছে, সেখানে ফরাসি ফরোয়ার্ড বলেছেন ইউরোর আগেই ক্লাববিষয়ক গুঞ্জনের ইতি টানতে চান তিনি। ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো ২০২৪। জাতীয় দলে ক্লাবের চাপ সঙ্গী করতে চান না তিনি।

Also Read: রিয়ালে যাওয়া ও অলিম্পিকে খেলা নিয়ে যা বললেন এমবাপ্পে