Thank you for trying Sticky AMP!!

রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ নিয়ে তাঁর খেলোয়াড়েরা মোটেই উদ্বিগ্ন নন

রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ নিয়ে ‘মজা করেন' বার্সার খেলোয়াড়েরা

আতশি কাচের নিচে বার্সেলোনার ক্রীড়া–সততা। কাতালান ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১৪ লাখ ইউরো দিয়েছিল তারা।

আমাদের পুরো মনোযোগ এখন কাদিজ ম্যাচ নিয়ে। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) সর্বোচ্চ সেরা উপায়ে সামলানো হচ্ছে। কখনো কখনো এ নিয়ে আমরা হালকা মজাও করছি।
জাভি হার্নান্দেজ, বার্সেলোনা কোচ

বার্সার বিরুদ্ধে এ অভিযোগ ওঠার পর ইউরোপের ফুটবল আকাশে নানা ধরনের আলোচনা। এ অভিযোগ সত্য প্রমাণিত হলে দলটির কী শাস্তি হতে পারে, এ নিয়ে চলছে নানা ধরনের হিসাব–নিকাশ। এর প্রভাব কি কিছুটা হলেও পড়েছে দলটির খেলোয়াড়দের ওপর?

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ

এমন এক প্রশ্নের উত্তরে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, এ ব্যাপার নিয়ে তাঁর খেলোয়াড়েরা মোটেই উদ্বিগ্ন নন। স্পেনের লা লিগায় আজ নিজেদের মাঠে কাদিজের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠের এ ম্যাচের আগে গতকালের সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, বিষয়টি নিয়ে বরং মজাই করছেন তাঁরা।

জাভি বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমাদের পুরো মনোযোগ এখন কাদিজ ম্যাচ নিয়ে। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) সর্বোচ্চ সেরা উপায়ে সামলানো হচ্ছে। কখনো কখনো এ নিয়ে আমরা হালকা মজাও করছি।’

১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত নেগ্রেরিয়া রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে দায়িত্ব পালন করেন। এসইআর কাতালুনিয়া রেডিওর দাবি, লা লিগায় একসময় রেফারির দায়িত্ব পালন করা নেগ্রেরিয়াকে তাঁর কোম্পানি ডিএএসএনআইএলের মাধ্যমে ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ইউরো এবং ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো দেয় বার্সেলোনা।

Also Read: বার্সেলোনা যেন ‘ভেতরে ফিটফাট, বাইরে সদরঘাট’

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস

কিন্তু এ বিষয়গুলো নিয়ে দলটির খেলোয়াড়েরা একদমই মাথা ঘামাচ্ছেন না বলেই উল্লেখ করেছেন জাভি, ‘আমরা আমাদের কাজে মনোযোগ দিচ্ছি। দল হিসেবে আমরা বিষয়টি সামলাচ্ছি না। এমনকি এ নিয়ে আমরা কখনো আলোচনাও করিনি।’

স্পেনের ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে তদন্ত করতে পারবে না লা লিগা কর্তৃপক্ষ। তিন বছরের পুরোনো কোনো বিষয় নিয়ে ফেডারেশনও এ বিষয়ে কোনো তদন্ত করতে পারবে না। তবে বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্তের ব্যাপার উড়িয়ে দেননি লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

বার্সার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ওই সময়ে জেতা তাদের শিরোপাগুলো কেড়ে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তেবাস। ওই সময়ে ২০১৭–১৮ ও ২০১৮–১৯ মৌসুমের লা লিগাসহ ঘরোয়া ফুটবলের চারটি শিরোপা জিতেছে বার্সেলোনা।

Also Read: রেফারিকে টাকা দিয়ে বড় শাস্তির শঙ্কায় বার্সেলোনা