Thank you for trying Sticky AMP!!

এদিনসন কাভানি

ব্যর্থতার কারণ কোচের কাছ থেকে জেনে নিতে বললেন বিরক্ত কাভানি

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ এক দল নিয়েই বিশ্বকাপে এসেছে উরুগুয়ে। তবে মাঠের খেলায় নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না উরুগুয়ের তারকা ফুটবলাররা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর গতকাল রাতে হেরেছে পর্তুগালের কাছে।

এ পরিস্থিতিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হুমকিতেও আছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের এমন বাজে পারফরম্যান্সের মধ্যে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন দলের স্ট্রাইকার এদিনসন কাভানি। ম্যাচের পর হতাশ কাভানির কাছে হারের কারণ জানতে চাইলে তিনি বিরক্তির সুরে কোচের কাছ থেকে জেনে নিতে বলেন।

Also Read: পর্তুগালের জয়ের পর প্রশ্ন, প্রথম গোলটি কার

লুইস সুয়ারেজ, এদিনসন কাভানি, ফেদে ভালভার্দে, দারউইন নুনিয়েজের মতো তারকাদের নিয়ে গড়া উরুগুয়ের আক্রমণভাগ বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোলও করতে পারেনি। এখন ঘানার বিপক্ষে শেষ ম্যাচে জিততেই হবে উরুগুয়েকে।

কাভানি–সুয়ারেজদের সময় ভালো যাচ্ছে না

তবে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের খেলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কাভানি। এমনকি কোচের কৌশল নিয়েও অসন্তুষ্টির ইঙ্গিত দিয়েছেন এই ফরোয়ার্ড। কাভানি বলেছেন, ‘এটা বেশ তিক্ত অনুভূতি। আমাদের আরও বেশি কিছু দেওয়ার সামর্থ্য আছে। বিশ্বকাপে পয়েন্ট হারালে বিষয়গুলো জটিল হয়ে যায়।’

বিশ্বকাপে টিকে থাকতে হলে উরুগুয়েকে ঘুরে দাঁড়াতেই হবে। পরের ম্যাচটিকে ফাইনাল উল্লেখ করে কাভানি আরও বলেছেন, ‘বিষয়গুলোর আরও উন্নতি ঘটাতে হবে এবং ঠিক করতে হবে। যেভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেভাবেই প্রস্তুত হতে হবে। কারণ, এটা ফাইনালের মতো।’

Also Read: প্রথম গোলটি রোনালদোর, মনে করেন ব্রুনো ফার্নান্দেজ

তারকাসমৃদ্ধ দল নিয়ে এসেও কেন এমন হার? কোথায় ভুল হচ্ছে, জানতে চাইলে কোচকে খোঁচা দিয়ে কাভানি যোগ করেছেন, ‘আপনাকে সেটা আলোনসোর (কোচ) কাছ থেকে জেনে নিতে হবে। ট্যাকটিক্যালি কী হচ্ছে, তা সে ভালো বলতে পারবে।’

পরের ম্যাচে অবশ্য ভুলগুলো শোধরাতে চান কাভানি, ‘এটা ফুটবল ম্যাচ। এখানে কখনো পরিকল্পনাগুলো কাজে লাগবে, কখনো লাগবে না। খেলার মাঠে এমন অনেক কিছু ঘটে, যার কারণে ম্যাচ জেতা যায় না। আমরা যে ভুলগুলো করেছি, তা ঠিক করব। পরের ম্যাচ জেতার জন্য বিষয়গুলো আরও ভালো করার চেষ্টা করব।’