রেড বুলের গ্লোবাল সকারের প্রধান ইয়ুর্গেন ক্লপ
রেড বুলের গ্লোবাল সকারের প্রধান ইয়ুর্গেন ক্লপ

যে দুটি দলের কোচ হওয়া ক্লপের স্বপ্ন

৩০ বছর পর লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন, এনে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগও। ৯ বছরে লিভারপুলকে ৯টি শিরোপা জিতিয়ে অবশেষে ইয়ুর্গেন ক্লপ অ্যানফিল্ড ছেড়েছেন ২০২৪ সালে। কিছুদিনের বিরতি নিয়ে আপাতত কাজ করছেন রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবলের প্রধান হিসেবে। তবে পুরোদস্তুর কোচিংয়ে আবার ফিরতে চান জার্মান এই কোচ।

ইংল্যান্ডে অন্য কোনো দলকে কখনো কোচিং করাবেন না—এটা আগেই বলেছেন ক্লপ। তবে অবসরের আগে দুটি দলকে কোচিং করানোর স্বপ্ন দেখেন তিনি। সেই দুটি দলের নাম কি? রিয়াল মাদ্রিদ ও জার্মানি জাতীয় ফুটবল দল।

তথ্যটা আসলে দিয়েছেন ক্লপেরই ঘনিষ্ঠ বন্ধু এবং জার্মান ক্লাব মাইনৎসে ক্লপের একসময়ের সতীর্থ মিরোস্লাভ তানজগা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে তানজগা বলেছেন, ‘লিভারপুল ছাড়ার সময় ক্লপ আমাকে বলেছিল, তার দুটি ইচ্ছা—জার্মান জাতীয় দলের কোচ হওয়া এবং রিয়াল মাদ্রিদের কোচ হওয়া। তবে এর কোনোটি আদৌ পূরণ হবে কি না, আমি জানি না।’

লিভারপুলের ডাগাাউটে শেষ ম্যাচের পর ক্লপ বিদায় নিয়েছিলেন অ্যানফিল্ডের সমর্থকদের কাছ থেকে

সেই ইচ্ছা পূরণের একটা সুযোগ অবশ্য এরই মধ্যে তৈরি হয়েছে। গুঞ্জন আছে, মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। খুব স্বাভাবিকভাবেই নতুন কোচের সন্ধানে আছে রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য নতুন কোচ হিসেবে বেয়ার লেভারকুসেনের বর্তমান কোচ জাবি আলোনসোর নাম আছে, আছে রিয়ালের হয়ে দুর্দান্ত সাফল্য পাওয়া কিংবদন্তি জিনেদিন জিদানের নামও। তাঁদের সঙ্গে শোনা যাচ্ছে ক্লপের নামও।

আর রিয়ালের কোচ হওয়ার মতো সিভি তো ক্লপের আছেই। মাইনৎসে কোচিং ক্যারিয়ার শুরু করা ক্লপ আলোচনায় আসেন বরুসিয়া ডর্টমুন্ডকে সাফল্য এনে দিয়ে। তাঁর অধীন দুবার বুন্দেসলিগা জেতে ডর্টমুন্ড, জেতে জার্মান কাপ, সুপার কাপ, রানার্সআপ হয় চ্যাম্পিয়নস লিগে। সাফল্যের পাশাপাশি ক্লপের হেভি মেটাল ফুটবল মুগ্ধ করে সমালোচকদেরও। এরপর লিভারপুলে গিয়ে তো ক্লাবটিতে নতুন এক উচ্চতায় নিয়ে যান ক্লপ। তাঁর অধীন নতুন করে ইউরোপ ও ইংলিশ ফুটবলের অন্যতম বড় শক্তি হয়ে উঠে লিভারপুল।

ইয়ুর্গেন ক্লপ

সুতরাং রিয়াল চাইলে তাঁকে কোচ বানাতেই পারে। তানজগাও বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে ক্লপের নাম অবশ্যই আলোচনায় আছে। তবে এখন পর্যন্ত সবই জল্পনা–কল্পনা।’
আর জার্মানির কোচ হওয়ার ইচ্ছা? তানজগার কথা, ‘আমার মনে হয়, কোনো এক সময়ে সে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেবেই।’