Thank you for trying Sticky AMP!!

মেসির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো

পিএসজির প্রতি মেসির ‘অসম্মানজনক আচরণে’ মনঃক্ষুণ্ন রিভালদো

লিওনেল মেসির সৌদি আরব-যাত্রা আর তাঁকে দেওয়া পিএসজির দুই সপ্তাহের নিষেধাজ্ঞা নিয়ে ফুটবল-বিশ্বে তোলপাড় চলছে। পিএসজির সমর্থকেরা মেসির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন, তাঁকে ‘ভাড়াটে খেলোয়াড়’ বলে স্লোগান দিয়েছেন। এমন কিছু গালি দিয়েছেন, যা প্রকাশের অযোগ্য।

অন্যদিকে আর্জেন্টিনাসহ অনেক সাবেক ফুটবলার আবার মেসির পাশে দাঁড়িয়েছেন। পিএসজি সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। এমনকি পিএসজি কর্তৃপক্ষও তাদের সমর্থকদের এ উগ্র অংশের এমন আচরণ ঠিকভাবে নেয়নি।
অবস্থা যখন এই, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রিভালদো ক্লাবের প্রতি মেসির আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

Also Read: পিএসজি সমর্থকদের বিক্ষোভ, মেসি-নেইমারদের বাড়ির নিরাপত্তা জোরদার

স্পেনের সংবাদমাধ্যম এএসকে ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রিভালদো বলেছেন, ‘বর্তমান ক্লাবের (পিএসজি) মেসির এমন অসম্মানজনক আচরণ আমাকে মনঃক্ষুণ্ন করেছে। এটা তার ক্যারিয়ারের সঙ্গে বেমানান। শৃঙ্খলার প্রশ্নে তার ক্যারিয়ার এমনিতে পরিষ্কার।’

সৌদি আরবে গিয়ে ছবিটি তুলেছেন লিওনেল মেসি

মেসি পিএসজি ছাড়ার জন্য এমন আচরণ না করে বিষয়টি অন্যভাবেও সামাল দিতে পারতেন বলে মনে করেন রিভালদো, ‘নিশ্চিত করেই সে অন্য কিছু করতে পারত। আরও বিকল্প ছিল। ক্লাবের সঙ্গে কথা বলা বা সৌদি আরবের নেতাদের প্যারিসে আসতে দেওয়া অথবা এসব অভ্যন্তরীণ সমস্যা তৈরি না করে মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত।’

Also Read: পিএসজি সমর্থকদের বিক্ষোভ, মেসি-নেইমারদের বাড়ির নিরাপত্তা জোরদার

শেষ পর্যন্ত মেসি যদি সৌদি আরবেই যান, সেটা ঠিক হবে না বলেই মনে করেন রিভালদো, ‘আমি বুঝতে পারি, খেলোয়াড়েরা কখনো কখনো সৌদি আরবের বড় অঙ্কের চুক্তির ফাঁদে পড়ে যায়। কিন্তু সেখানে জীবন খুব আঁটসাঁট। তারা যেমনটা মনে করে, সেখানের ফুটবলে খেলাটা এতটা সহজ নয়।’