Thank you for trying Sticky AMP!!

মঙ্গলবার সংবর্ধনা পেয়েছে আফকন চ্যাম্পিয়ন আইভরিকোস্ট

বাড়ি উপহার পেলেন আইভরিকোস্টের ফুটবলাররা, নাইজেরিয়ানরা পেলেন প্লট-ফ্ল্যাট

খাদের কিনার থেকে উঠে এসে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জিতেছে আইভরিকোস্ট। রাজধানী আবিজানে ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া আইভরিকোস্টের খেলোয়াড়েরা সরকারের কাছ থেকে বড় পুরস্কারও পেলেন।

আফকনজয়ী আইভরিকোস্টের প্রত্যেক খেলোয়াড়কে ৫ কোটি সিএফএ ফ্রাঁ বোনাস দিয়েছে দেশটির সরকার, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৯১ লাখ টাকা। শুধু অর্থ পুরস্কারই নয়, সব খেলোয়াড়কে একই মূল্যের ভিলা বা বাড়ি উপহার দিয়েছে আইভরিয়ান সরকার।

আর্থিক পুরস্কার পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত কোচ এমেরসে ফায়েও। গ্রুপ পর্বে মূল কোচ জঁ-লুই গাসে বরখাস্ত হওয়ার পর দায়িত্ব পেয়েছিলেন ফায়ে। ভাগ্যক্রমে নকআউট পর্বে ওঠার পর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফায়ের দলকে।

ফাইনালে নাইজেরিয়াকে হারানোর পর বিজয়মঞ্চে আইভরিয়ান ফুটবলারদের উল্লাস

মঙ্গলবার আফ্রিকা চ্যাম্পিয়ন জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আলাসেন উয়াত্তারা প্রশংসায় ভাসিয়েছেন খেলোয়াড়দের, ‘আপনারা সব আইভরিয়ানকে সুখী করেছেন। শাবাশ, শাবাশ!’

সব খেলোয়াড়কে আইভরিকোস্টের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ন্যাশনাল অর্ডার খেতাবও দেওয়া হয়েছে।

Also Read: চলতি মৌসুমে শীর্ষ লিগে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় কারা

জমি ও ফ্ল্যাট পেলেন নাইজেরিয়ান খেলোয়াড়েরাও

রানার্সআপ হলেও দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে নাইজেরিয়া ফুটবল দল। দেশটির প্রেসিডেন্ট খেলোয়াড়দের রাষ্ট্রীয় খেতাব দিয়েছেন। এ ছাড়া প্লট বা জমি ও ফ্ল্যাটও উপহার পেয়েছেন ফাইনালে আইভরিকোস্টের কাছে হারা নাইজেরিয়ার খেলোয়াড়েরা।

আফকন রানার্সআপ নাইজেরিয়া দল

মঙ্গলবার রাজধানী আবুজায় প্রেসিডেন্ট প্রাসাদে সংবর্ধনা দেওয়া হয় দলকে। সেখানে প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনিবু স্বাগত জানান খেলোয়াড়দের। সেখানেই রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাব ছাড়াও খেলোয়াড়দের একটি করে ফ্ল্যাট ও একখণ্ড জমি উপহার দেওয়া হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট খেলোয়াড়দের উৎসাহ ধরে রাখার আহ্বানও জানান, ‘মাত্রই শেষ হওয়া টুর্নামেন্টের ফলে হতাশ হওয়ার কিছু নেই আমাদের। এখন আবার সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা আমাদের ভবিষ্যতের নায়ক হতে পারেন। স্বপ্ন পূরণের পথে পিছু হটা যাবে না।’

Also Read: লাইপজিগের গোল বাতিল, ক্রুসও বললেন ভুল হয়েছে