বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কোচ নাভিদ আলম আর নেই। আজ মঙ্গলবার দুপুরে পৃথিবীর মায়া ত্যাগ করেন পাকিস্তানের সাবেক এই হকি তারকা। ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন ৪৭ বছর বয়সী নাভিদ। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত ক্যানসারের সঙ্গে জয়ী হতে পারেননি বিশ্বকাপ জয়ী লড়াকু এই ডিফেন্ডার। আজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন নাভিদ। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম।
বাংলাদেশের হকির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে নাভিদের নাম। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই তাঁকে দেখা গেছে বাংলাদেশে। দিনে দিনে বন্ধু হয়ে উঠেছিলেন লাল–সবুজের হকির। কাজ করেছেন এ দেশের হকি উন্নয়নে। ৯০ দশকে উষা ক্রীড়া চক্রের হয়ে খেলেন নাভিদ। খেলা ছেড়ে ২০১৩ সালে এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের কোচও ছিলেন।
নাভিদের সঙ্গে ঊষা ক্রীড়া চক্রে খেলেছেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও ডিফেন্ডার মামুনুর রশিদ। নাভিদের মৃত্যুর খবরে ব্যথিত মামুনুর প্রথম আলোকে বলেন, ‘১৯৯৯ সালে নাভিদের সঙ্গে ঊষায় খেলেছি। তিনি শুধু ভালো খেলোয়াড় ছিলেন না, অনেক উঁচু মাপের মানুষও ছিলেন। পরবর্তীকালে কোচ হয়ে এসে খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অনেক সহযোগিতা করতেন।’
১৯৯৪ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছেন এই ডিফেন্ডার।
নব্বই দশকে পাকিস্তান জাতীয় হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন নাভিদ। ১৯৯৪ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছেন এই ডিফেন্ডার। খেলা ছাড়ার পর কোচ হিসেবেও আলো কাড়েন। ২০০৮ বেইজিং অলিম্পিকে পাকিস্তান দলের কোচ ছিলেন। বাংলাদেশ ছাড়াও ছিলেন চীন জাতীয় দলের কোচ।