বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান
বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান

বিশ্ব অ্যাথলেটিকস

হিটে ষষ্ঠ হয়ে বিদায় বাংলাদেশের জহিরের

বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিয়েছেন জহির রায়হান। আজ চীনের নানজিংয়ে ৪০০ মিটার দৌড়ে জহির তাঁর হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন।

হিটে  দৌড় শেষ করতে বাংলাদেশের এই অ্যাথলেট সময় নেন ৪৯.৮৪ সেকেন্ড। সব মিলিয়ে ছেলেদের ৪০০ মিটারে ২৯ জনের মধ্যে জহির হয়েছেন ২৫তম।

হিটে ২৯ জনের মধ্যে ৩ জন অ্যাথলেট দৌড়ে অংশ নেননি। পাঁচ হিট থেকে সেরা দুজন করে মোট ১০ জন সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছেন। পাশাপাশি দ্রুততম সময়ে দৌড় শেষ করার ভিত্তিতে আরও দুজন পান সেমিফাইনালের টিকিট।

মঙ্গলবার দেশে ফিরবেন জহির

আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এই ইভেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর আগামীকাল সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফাইনাল। বাংলাদেশ থেকে বিশ্ব ইনডোরে খেলতে যাওয়া জহির দেশে ফিরবেন মঙ্গলবার।

বিশ্ব ইনডোরে বাংলাদেশের অ্যাথলেটদের লক্ষ্যই থাকে টাইমিংয়ে উন্নতি করা। ২০২৪ সালে গ্লাসগোতে এই প্রতিযোগিতার সেমিফাইনালের ২ নম্বর হিটে দৌড়ান ইমরানুর রহমান। ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছিলেন তিনি। আর সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ইমরানুরের অবস্থান ছিল ২১তম।

এর আগে ২০২২ সালে বেলগ্রেডে হওয়া বিশ্ব ইনডোরের সেমিফাইনাল থেকে বিদায় নেন ইমরানুর। হিটে সময় নেন ৬.৬৪ সেকেন্ড। যদিও সেবার দৌড় শেষ করতে পারেননি।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপা জিতে চমকে দিয়েছিলেন জহির

গত মাসে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের ৪০০ মিটার দৌড়ে দশমবারের মতো সোনা জেতেন জহির। যেখানে প্রথম হতে তাঁর লেগেছিল ৪৭.৭২ সেকেন্ড।

এ ছাড়া ২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ে রুপা জেতেন জহির। তখন তাঁর টাইমিং ছিল ৪৮.১০ সেকেন্ড, যা এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং। সেবার হিটে প্রথম হতে জহির সময় নেন ৪৮.৮৪ সেকেন্ড।

ইমরানুর রহমান এবারের বিশ্ব অ্যাথলেটিকসে অংশ নেননি

গত দুই আসরের মতো এবারও বিশ্ব অ্যাথলেটিকসে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর রহমানের। কিন্তু তিনি ‘না’ বলায় জহিরকে মনোনীত করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।