সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডোমরাজ গুকেশ
সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডোমরাজ গুকেশ

গুকেশের জয় নিয়ে ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছে রাশিয়া, তদন্তের দাবি

রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিক বিষয়টি মেনে নিতে না পারার কথা গতকালই ম্যাচ শেষ হওয়ার পরপরই বলেছিলেন। চীনের ডিং লিরেনকে হারিয়ে ডোমরাজ গুকেশ দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ক্রামনিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘কোনো মন্তব্য নেই, বেদনাহত...শিশুতোষ একটি চালের সাংঘাতিক ভুলে এর আগে কখনো বিশ্ব দাবার শিরোপা নির্ধারণ হয়নি।’

ক্রামনিকের কথায় কেউ কেউ অন্য কোনো ইঙ্গিত পেয়ে থাকতেও পারেন। সেটা যদি না–ও পান, তাহলে রাশিয়ার চেস ফেডারেশনের প্রতিক্রিয়াটা শুনুন। রাশিয়ার চেস ফেডারেশনের প্রধান আন্দ্রেই ফিলাতোভ কোনো রাখঢাক না রেখেই এখানে ফিক্সিংয়ের গন্ধ পাওয়ার কথা বলেছেন!

দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ

সিরিজের শেষ ম্যাচে বড় এক ভুল করে বসেন লিরেন। সেই ভুলকে পুঁজি করে লিরেনকে ৭.৫–৬.৫ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হন ভারতের ১৮ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার গুকেশ। লিরেনের এই ভুল ‘ইচ্ছাকৃত’ কি না, সেটা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা বোধ করছেন ফিলাতোভ।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস ফিলাতোভকে তাদের একটি খবরে উদ্ধৃত করেছে এভাবে, ‘শেষ গেমের ফল পেশাদার আর দাবা–ভক্তদের বিভ্রান্তির মধ্যে ফেলেছে। গুরুত্বপূর্ণ অধ্যায়ে গিয়ে চীনের খেলোয়াড়ের এমন কাজ ভীষণ সন্দেহজনক এবং ফিদের (ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন) কাছ থেকে এর জন্য আলাদা তদন্ত প্রয়োজন।’

ফিলাতোভ এরপর যোগ করেন, ‘ডিং লিরেন যে অবস্থানে ছিল, সেখান থেকে হেরে যাওয়া একজন প্রথম শ্রেণির খেলোয়াড়ের পক্ষে কঠিন। চীনের খেলোয়াড়ের আজকের হার অনেক প্রশ্ন তুলে দিয়েছে এবং এটাকে ইচ্ছাকৃত মনে হচ্ছে।’