Thank you for trying Sticky AMP!!

পোল্যান্ডের এক রেইডারকে ছেঁকে ধরেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা

লেভানডফস্কির দেশকে হারিয়ে মেসির দেশের অপেক্ষায় বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপা অভিযান শুরু করেছে বাংলাদেশ। পল্টন ভলিবল স্টেডিয়ামে আজ উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫০-২২ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছেড়েছেন তুহিন তরফদাররা।

Also Read: মেসির দেশের কাবাডি দল এখন ঢাকায়

Also Read: গত ১৪ বছরে প্রতিটি ক্রীড়ায় এগিয়েছে দেশ: তথ্যমন্ত্রী

তবে খেলার প্রথমার্ধে ১৪-১১ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক তুহিন তরফদার ও অন্য রেইডারদের দক্ষতায় পরে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার।

বার্সেলোনার তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কির দেশ পোল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক, ‘ভেবেছিলাম প্রথম ম্যাচটা সহজ হবে। কিন্তু পোল্যান্ড একসময় এগিয়ে যায়। আসলে পোল্যান্ড আমাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত আমরা ম্যাচ বের করে এনেছি। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা আমাদের।’

পোল্যান্ড কাবাডি দল পাত্তা পায়নি বাংলাদেশের সামনে

প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে সামনের দিকে নজর তুহিনের, ‘এখানে আসার আগে পোল্যান্ড অনেক অনুশীলন করেছে। ওরা তাই আমাদের ধারণার চেয়ে তুলনামূলকভাবে অনেক ভালো খেলেছে। তা ছাড়া আমাদের দলে ছয়জনের নতুন অভিষেক হয়েছে। তরুণ খেলোয়াড়েরা কিছু ভুলও করে প্রথম দিকে। তাই পিছিয়ে পড়েছিলাম। পরে তাদের নির্ভয়ে খেলতে বলার পর সাহস বেড়েছে।’

Also Read: বাবা ছিলেন কাবাডি খেলোয়াড়, মেয়ে রেকর্ড গড়লেন হাই জাম্পে

আগামীকাল বাংলাদেশ খেলবে পিএসজির তারকা ফুটবলার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার বিপক্ষে।

এই ম্যাচেও জয় নিয়ে আশাবাদী তুহিন, ‘এর আগে বিশ্বকাপে একবার আর্জেন্টিনার বিপক্ষে আমরা ৮০-৮ পয়েন্টে জিতেছিলাম। আমার মনে হয়, সেই দল এখন নেই ওদের। তারপরও তাদের হারাতে চাই আমরা।’