দুই চাকার যানে চড়ে কোথায় যাচ্ছেন মোস্তাফিজ

স্ত্রীর সঙ্গে মোহাম্মদ আমির। পুরস্কার হাতে কেশব মহারাজ। ব্রাজিলের জার্সিতে কামাভিঙ্গা। ভিক্টর ওসিমেনের ক্লাব বদল আর বাইসাইকেলে চেপেছেন মোস্তাফিজুর রহমান। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
শট খেলতে গিয়ে রীতিমতো মাঠে শুয়ে পড়েছেন ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুক
নয়নাভিরাম এই ছবি পোস্ট করে জ্লাতান ইব্রাহিমোভিচ লিখেছেন, ‘ইন দ্য মোমেন্ট’
গত মৌসুমে ধারে খেলার পর তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ে এবার পাকাপাকিভাবে যোগ দিলেন নাইজেরিয়ান ফুটবলার ভিক্টর ওসিমেন
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার হাতে স্পিনার কেশব মহারাজ
জার্সি দেখে মনে হবে ব্রাজিলিয়ান ফুটবলার। তবে ভালোভাবে তাকালেই চেনা যাবে জার্সির আড়ালের মানুষটিকে। ব্রাজিলের ৯ নম্বর জার্সি পরে পোজ দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা
স্ত্রী নারজিস খাতুনকে নিয়ে তোলা ছবিটির ক্যাপশনে মোহাম্মদ আমির লিখেছেন, ‘আমার জীবনের ইতিবাচক দিক’
এই ছবি পোস্ট করে মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘বাইকে চড়তে সব সময়ই আনন্দ লাগে, এটি আমাকে সব সময়ই আমার শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।’ অবশ্য ছবিটি কবেকার, কোথায় তোলা, তা লেখেননি