আগামীকাল শনিবার তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির নির্বাচন। অন্য যেকোনোবারের চেয়ে এবারের নির্বাচন নিয়ে আলোচনা এবং তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট ব্যক্তিদের আগ্রহ বেশি। ২৭ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্বাচন স্থগিত করা হয়েছিল, অবশ্য পরদিনই সেই আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল গতকাল বৃহস্পিতবার প্রথম আলোকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বেসিসের কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
বেসিসের ২০১৮-২০ মেয়াদের নির্বাহী কমিটির এবারের নির্বাচনেই সবচেয়ে বেশিসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি পদের জন্য লড়ছেন ৩১ জন প্রার্থী। তিনটি প্যানেলে রয়েছেন ২৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র ৫ জন। নারী প্রার্থী রয়েছেন ৩ জন। বেসিসের ১ হাজার ৬২ জন সদস্যের মধ্যে ভোটারের সংখ্যা ৬৮৭ জন। এর মধ্যে ৪৭৪ জন সাধারণ এবং ২১৩ জন সহযোগী সদস্য।
বেসিসের নির্বাচনে টিম হরাইজন, টিম দুর্জয় ও উইন্ড অব চেঞ্জ নামে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। হরাইজনের নেতৃত্বে আছেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর। এ প্যানেলে রয়েছেন বর্তমান সহসভাপতি ফারহানা এ রহমান ও পরিচালক দেলোয়ার হোসেন (সহযোগী)। এ ছাড়াও রয়েছেন শোয়েব আহমেদ, মুশফিকুর রহমান, তামজিদ সিদ্দিক, ফাহিম তানভীর আহমেদ, দিদারুল আলম ও রাশাদ কবির।
টিম দুর্জয়ের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের সাবেক মহাসচিব মোস্তফা রফিকুল ইসলাম। এই প্যানেলে রয়েছেন মো. সহিবুর রহমান খান, এ কে এম আহমেদুল ইসলাম, মোহাম্মদ আমিন উল্লাহ, জাহিদুল আলম, এ এস এম আসাদুজ্জামান, জিয়া আশরাফ, এ কে এ এম রাশেদুল মজিদ এবং জামান খান (সহযোগী)।
উইন্ড অব চেঞ্জ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। এই প্যানেলে আরও রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, ইকবাল আহমদ, আবু দাউদ খান, রেজওয়ানা খান, মোহাম্মদ সানোয়ারুল ইসলাম, নূর মাহমুদ খান এবং এম আসিফ রহমান।
সহযোগী সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাসরুর। বাকি চার স্বতন্ত্র প্রার্থী হলেন মাহবুব হাসান, মো. এনামুল হক, মো. শাহজালাল ও এ এস এম জামাল উদ্দিন।
রাহিতুল ইসলাম, ঢাকা