Thank you for trying Sticky AMP!!

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত

ঢাকায় নারী উদ্যোক্তাদের এক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০১৭ পালিত হয়। ছবি: সংগৃহীত।

নারীদের নতুন নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০১৭ পালিত হচ্ছে। বিশ্বব্যাপী ১৯ নভেম্বর এই দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে গতকাল ১৮ নভেম্বর ঢাকায় নারী উদ্যোক্তাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে নতুন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে ফন্টটায়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা চৌধুরী, রেনে বাংলাদেশের ব্যবস্থাপনা সহযোগী সানজানা জামান, ঋতুর প্রতিষ্ঠাতা শারমীন কবির, জেভার্স কনসালটিংয়ের উদ্যোক্তা ফারহানা নাজনীন, গুটিপার ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, হেবাংয়ের সহপ্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা চাকমা, পিটিআরসির ব্যবস্থাপনা পরিচালক উম্মে শায়লা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিজ্ঞতা তুলে ধরেন কুসুমকলির ব্যবস্থাপনা পরিচালক নাজমা খাতুন।

উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজেদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।