
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ার কন্ডিশনার (এসি) কিনলে নানা পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে দেশি ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্যে রয়েছে বিনা খরচে ১২ বছর বিদ্যুৎ ব্যবহার, বিনা মূল্যে সংযোজন ও নগদ অর্থ ফেরত বা ক্যাশ ব্যাক সুবিধা ইত্যাদি। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় এসব পুরস্কার দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন এসিতে ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। এটি কক্ষকে তাড়াতাড়ি ঠান্ডা করে। বাতাসকে ধুলা–ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। পাশাপাশি ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।
ওয়ালটনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভির রহমান বলেন, যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগও থাকছে। মাত্র ৪ হাজার ৯০০ টাকা এককালীন পরিশোধ বা ডাউন পেমেন্ট ও ৩৬ মাসের সহজ কিস্তিতে এসি দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের এক টনের এসির দাম ৩৬ হাজার ৯০০ টাকা। বিজ্ঞপ্তি