Thank you for trying Sticky AMP!!

দেশের বাজারে নকিয়ার নতুন স্মার্টফোন

নকিয়া ৪.২

দেশের বাজারে নকিয়ার ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘নকিয়া ৪.২’ এনেছে এইচএমডি গ্লোবাল। অ্যান্ড্রয়েড (৯) পাই অপারেটিং সিস্টেমের ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ অক্টাকোর চিপসেট।

পাঁচ দশমিক ৭ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে ৪ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি সুবিধা রয়েছে। ফোনটির ব্যাটারি তিন হাজার মিলি অ্যাম্পিয়ারের। ফোনটির পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এইচএমডি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নকিয়া ৪.২’ স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। ফোনটি ই-কমার্স সাইট দারাজে পাওয়া যাবে।