
পয়লা বৈশাখ মানেই উৎসবে মাতামাতি। এদিন পোশাক থেকে শুরু করে সাজসজ্জায় এমনকি অন্দরসাজ বা অতিথি আপ্যায়নেও প্রকাশ পায় বাঙালিয়ানা। এ জন্য প্রস্তুতি তো থাকা চাই আগে থেকেই।
ঢাকা শহরের বেশ কিছু জায়গায় মাটির হাঁড়ি থেকে শুরু করে ঘর সাজানোর নানা ধরনের জিনিস পাবেন। বাংলাদেশ শিশু একাডেমীর সামনে রয়েছে এ রকম বেশ কিছু দোকান। বৈশাখ উপলক্ষে এসব দোকানে এসেছে নতুন রকমারি উপকরণ। এর মধ্যে রয়েছে মাটির হাঁড়ি, কলস, সানকি-প্লেট, মাটির বাটি সেট, মগ, জগ, লবণদানি, বাঁশের তৈরি কুলা, চালুনি, খলুই, হাতপাখা, বেতের ঝুড়ি, পাটের শিকা, রঙিন রশি, নারকেলের খোলের চামচ, বাটি এবং নানা ধরনের ঘর সাজানোর পণ্য। আছে একতারা, দোতারা ও ডুগডুগি। এসব শুধু শিশু একাডেমীর সামনেই নয়, পাওয়া যায় ঢাকা শহরের নানা জায়গায়। যেমন ঢাকা কলেজের সামনের ফুটপাতে, কলাবাগান বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে, গুলশান ১ নম্বর গোলচত্বরে এবং মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, বনানীসহ বেশকিছু এলাকায়। আড়ং, যাত্রাসহ বেশ কিছু ফ্যাশন হাউসেও এসব পাবেন। দামদরও জেনে নিন।
মাটির হাঁড়ি
বৈশাখ উপলক্ষে বিভিন্ন আকারের মাটির হাঁড়ি পাওয়া যায়। চাইলে হাঁড়িতে বিভিন্ন ধরনের নকশা করে নেওয়া যাবে। মাটির হাঁড়ির সঙ্গে মাপমতো ঢাকনাও পাবেন। হাঁড়ির দাম পড়বে ৮০ থেকে ২০০ টাকা।
সানকি ও প্লেট
বৈশাখের সকালে সানকি ছাড়া কি পান্তা-ইলিশ খাওয়া যাবে! সেই চিন্তা করে আগে থেকেই সানকি বা প্লেট কিনে রাখুন। আকারভেদে দাম পড়বে ৫০ থেকে ১০০ টাকা।
কলস-জগ-মগ
পয়লা বৈশাখের দিন পানি বা শরবত পরিবেশন করতে পারেন মাটির কলস বা গ্লাসে। মাটির বিভিন্ন ডিজাইনের ও রঙের কলস, জগ ও মগ পাওয়া যাচ্ছে। যাঁরা মগ কিনতে চান না, তাঁরা চাইলে মাটির গ্লাস কিনতে পারেন। দাম পড়বে কলস ১০০ থেকে ২০০, জগ ৭০ থেকে ১৫০ ও মগ ৩০ থেকে ৮০ টাকা।
কুলা-চালুনি
শিশু একাডেমীর পাশের দোকানদার মনির হোসেন জানান, বৈশাখ উপলক্ষে এরই মধ্যে নতুন কুলা ও চালুনি আসতে শুরু করেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী এগুলোয় রং করে দেওয়া হয়। আকারভেদে কুলার দাম পড়বে ৪০ থেকে ১০০ ও চালুনির দাম ৮০ থেকে ১০০ টাকা।
খলুই ও ডালা
মাছ ধরতে গেলে জরুরি হয়ে পড়ে খলুই। আকারভেদে এর দাম পড়ে ৪০ থেকে ৮০ টাকা। বাঁশের তৈরি নানা ধরনের ডালা পাওয়া যায়। দামও পড়বে খলুইয়ের মতোই।
হাতপাখা
‘তোমার হাতপাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে’। এই গরমে হাতপাখা তো চাই-ই। তালপাতা, বাঁশ ও কাপড়ের তৈরি নানা ধরনের হাতপাখা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সব ধরনের হাতপাখাই পাওয়া যাবে ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে।
শিকা
হাঁড়ি তো কিনলেন, কিন্তু রাখবেন কোথায়? হাঁড়ি রাখার মোক্ষম জিনিস হলো শিকা। ঘরের যেকোনো জায়গায় ঝুলিয়ে রাখা যায় বলে এর চাহিদাও বেশ। বৈশাখ উপলক্ষে নানা ধরনের পাটের শিকা পাওয়া যাচ্ছে। আকারের ওপর নির্ভর করে দাম রাখা হয়েছে। তবে যেকোনো জায়গাতেই শিকা পাওয়া যাবে ২৫ থেকে ১০০ টাকার মধ্যে।
একতারা-দোতারা
বাজাতে জানুন বা না-ই জানুন, পয়লা বৈশাখে যে জিনিসটি সবার হাতে মানিয়ে যায়, তার নাম একতারা-দোতারা। আকার ও কাঁচামালের ওপর নির্ভর করে দাম ওঠানামা করে একাতারা ও দোতারার। দাম ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে।