ক্রিয়ার রূপ অংশ-১
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ১১ নং প্রশ্নটি থাকবে ‘ক্রিয়াপদের চলিত রূপ লেখ’-এর ওপর। শিক্ষার্থীদের জন্য কিছু ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
সাধুরূপ — চলিতরূপ
চিরিয়া — চিরে
বেড়াইতে — বেড়াতে
দেখিতে — দেখতে
রহিয়াছে — রয়েছে
জুড়িয়া — জুড়ে
পাতিয়া — পেতে
ফুটাইয়া — ফুটিয়ে
সাজাইয়া — সাজিয়ে
ঘনাইয়াছে — ঘনিয়েছে
পোহাইলে — পোহালে
দাঁড়াইয়া — দাঁড়িয়ে
বাহিয়া — বেয়ে
বাহিরে — বাইরে
ডাকিছে — ডাকছে
বসিয়া — বসে
উড়াইয়া — উড়িয়ে
কাঁদিতে — কাঁদতে
করিল — করল
চলিল — চলল
থামিলে — থামলে
ধরিয়াছে — ধরছে
যাইতেছি — যাচ্ছি
বসিয়াছে — বসেছে
থাকিবে — থাকবে
পাইতেছ — পাচ্ছ
ফিরিল — ফিরল
দেখাইতেছি — দেখাচ্ছি
হইতেছে — হচ্ছে
হাঁকাইয়া — হাঁকিয়ে
দেখিব — দেখব
উড়িয়া — উড়ে
ফাড়িয়া — ফেড়ে
নামিব — নামব
ফুঁড়িয়া — ফুঁড়ে
করিও — কোরো
দেখিবার — দেখার
বুঝাইয়া — বুঝিয়ে
ঢলিয়া — ঢলে
খাইয়া — খেয়ে
ফেলিত— ফেলত
ফেলিল— ফেলল
দেখিয়া— দেখে
উঠিল— উঠল
আটকাইয়া— আটকে
যাইতেছ— যাচ্ছ
কাটাইয়া— কাটিয়ে
টানিছে— টানছে
মাতিয়া— মেতে
জ্বলিতে— জ্বলতে
শিখাইল— শিখাল
তুলিয়াছে— তুলেছে
হইতেছেন— হচ্ছেন
আসিতেছে— আসছে
আগাইয়া— এগিয়ে
পাঠাইলেন— পাঠালেন
বসিয়া— বসে
উড়াইয়া— উড়িয়ে
কাঁদিতে— কাঁদতে
করিল— করল
চলিল— চলল
থামিলে— থামলে
ধরিয়াছে— ধরেছে
যাইতেছি— যাচ্ছি
দাঁড়াইয়াছেন— দাঁড়িয়েছেন
মিলাইয়া— মিলিয়ে
করিয়াছেন— করেছেন
পাইয়াছি— পেয়েছি
বসিয়াছিলেন— বসেছিলেন
রাখিয়াছিলেন— রেখেছিলেন
আসিয়াছে— এসেছে
শুকাইয়া — শুকিয়ে
পাইতেছিল— পাচ্ছিল
বলিবার— বলার
শুনিতেই— শুনতেই
পারিলাম— পারলাম
লাগিয়া— লেগে
ছিটকাইয়া— ছিটকে
হাসিতে— হাসতে
বলিতে— বলতে
পাঠাইতে— পাঠাতে
ঢাকিয়া— ঢেকে
বিঁধিল— বিঁধল
চালাইতে— চালাতে
লাগিলেন— লাগলেন
বসিয়াছে— বসেছে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল