জার্মেনিয়ামনির্ভর প্রথম আইসি। এই উদ্ভাবন পৃথিবীতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন
জার্মেনিয়ামনির্ভর প্রথম আইসি। এই উদ্ভাবন পৃথিবীতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন

প্রযুক্তির এই দিনে: ১২ সেপ্টেম্বর

ইন্টিগ্রেটেড সার্কিটের প্রথম সফল পরীক্ষা

যুক্তরাষ্ট্রের টেক্সাস ইনস্ট্রুমেন্টসে প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির সফল পরীক্ষা করেন জ্যাক কিলবি।

১২ সেপ্টেম্বর ১৯৫৮
ইন্টিগ্রেটেড সার্কিটের প্রথম সফল পরীক্ষা
যুক্তরাষ্ট্রের টেক্সাস ইনস্ট্রুমেন্টসে প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির সফল পরীক্ষা করেন জ্যাক কিলবি। তিনি প্রমাণ করে দেখান, সেমিকন্ডাক্টর উপাদানের একই অংশে রেজিস্টর ও ক্যাপাসিটর অবস্থান করতে পারে। জ্যাক কিলবির সার্কিটে জার্মেনিয়ামের একটি টুকরা তারের মাধ্যমে আরও পাঁচটি উপাদানের সঙ্গে যুক্ত ছিল। বব নয়েসের সঙ্গে যৌথভাবে জ্যাক কিলবিকে আইসির উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়।