Thank you for trying Sticky AMP!!

বাংলার প্রেমে উইকি প্রতিযোগিতায় খাবারের ছবি জমা দিয়ে অংশ নেওয়া যাবে।

বাঙালি খাবারের ছবি পাঠিয়ে পুরস্কার জেতার সুযোগ

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘বাংলার প্রেমে উইকি’ নামে অনলাইনভিত্তিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলা উইকিমৈত্রী। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিশ্বের যেকোনো স্থান থেকে নিজের তোলা বাংলার খাবারের ছবি জমা দিয়ে অংশ নেওয়া যাবে।

প্রতিযোগিতায় খাবারের এক বা একাধিক ছবি জমা জমা দেওয়া যাবে

বাংলা উইকিমৈত্রীর তথ্যমতে, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেকোনো সময় তোলা বাংলার খাবারের এক বা একাধিক ছবি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সেরা ১০০টি ছবি বিচারকদের কাছে পাঠানো হবে এবং সেরা ১০টি ছবিকে আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

Also Read: এআই প্রতিযোগিতায় ধারণা জমা দিয়ে ২ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ

প্রতিযোগিতা ১ম স্থান অর্জনকারী পাবেন ৩৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় অর্জনকারী পাবেন যথাক্রমে ২৫ হাজার এবং ১৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার। এ ছাড়া শীর্ষ ১০ জন বিজয়ীসহ সর্বোচ্চ ছবি জমা দেওয়া ব্যক্তিকে সনদ এবং উপহার দেওয়া হবে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানায়