Thank you for trying Sticky AMP!!

গুগল ফটোজে ভিডিও সম্পাদনা

গুগল ফটোজে ভিডিও সম্পাদনা করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে বিভিন্ন অ্যাপের সাহায্যে ভিডিও সম্পাদনা করেন অনেকেই। তবে তৃতীয় পক্ষের তৈরি বেশির ভাগ ভিডিও সম্পাদনা অ্যাপই গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে পাচার করে থাকে। সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন ‘গুগল ফটোজ’। অনলাইনে ছবি সংরক্ষণ ও বিনিময়ের জনপ্রিয় সেবাটির ট্রিম সুবিধা কাজে লাগিয়ে সহজেই ভিডিও সম্পাদনা করা যায়। বেশির ভাগ অ্যান্ড্রয়েড মুঠোফোনেই গুগল ফটোজ অ্যাপটি বিল্টইনভাবে যুক্ত করা থাকে। যদি না থাকে, তবে (https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.photos) থেকে ইনস্টল করতে হবে।

গুগল ফটোজ দিয়ে সম্পাদনার জন্য প্রথমে নির্বাচিত ভিডিওতে ক্লিক করে যে অংশটি কাটতে চান, তা নির্ধারণ করে Edit আইকনে ট্যাপ করতে হবে। উভয় দিকেই হ্যান্ডলসহ ভিডিওটির একটি টাইমলাইন ভিউ দেখা যাবে। এবার ভিডিওর পছন্দের অংশ নির্বাচনের জন্য হ্যান্ডলগুলোকে প্রয়োজনমতো অংশে টেনে আনতে হবে। পছন্দের অংশ নির্বাচনের পর Save Copy বাটন চাপলেই নতুন ভিডিও তৈরি হয়ে যাবে।