Thank you for trying Sticky AMP!!

বেলাবট রোবট

রোবট ওয়েটার

রান্নাঘর থেকে খাবার নিয়ে নির্দিষ্ট টেবিলে পরিবেশন করতে পারে ‘বেলাবট’। বিড়াল আকৃতির রোবটটি পথ চলার সময় বাধাও শনাক্ত করতে পারে। ফলে খাবার পরিবেশনের সময় ধাক্কা লাগার কোনো আশঙ্কা নেই। একসঙ্গে একাধিক ক্রেতার ফরমাশ করা খাবারের ট্রে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট টেবিলে পৌঁছে দিতে সক্ষম রোবটটি তৈরি করেছে চিনের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পুডু’। যুক্তরাজ্যের জনপ্রিয় রেস্তোরাঁ বেলা ইতালিয়ায় পরীক্ষামূলকভাবে কাজও শুরু করেছে রোবটটি।
সূত্র: ডেইলি মেইল

Also Read: ব্যথাও বুঝবে রোবট