খাবার পৌঁছে দেবে এই রোবট

উবার ইটসের খাবার সরবরাহকারী রোবট
উবার ইটসের খাবার সরবরাহকারী রোবট

অনলাইনে ফরমাশ পেলেই নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছে দেবে এই রোবট। অ্যাপে রোবটের গতিবিধি দেখার সুযোগ থাকায় ক্রেতারা সহজেই রোবট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের নির্দিষ্ট এলাকায় এ রোবটের সাহায্যে খাবার সরবরাহ শুরু করেছে উবার ইটস।

ছোট এ রোবট তৈরি করেছে কার্টকেন নামের একটি প্রতিষ্ঠান। রোবটের মাধ্যমে খাবার সংগ্রহের জন্য উবার ইটস অ্যাপে আগে থেকেই রোবট অপশন নির্বাচন করতে হবে। খাবারের ফরমাশ পেলে নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করে ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেবে রোবটটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নির্দিষ্ট এলাকায় রোবটের মাধ্যমে খাবার সরবরাহ করে থাকে উবার ইটস। মায়ামি শহরের বিভিন্ন এলাকায় রোবটের মাধ্যমে খাবার সরবরাহের জন্য সার্ভ রোবোটিকসের রোবট ব্যবহার করে প্রতিষ্ঠানটি।

সূত্র: ম্যাশেবল