সৌরচালিত উড়োজাহাজ জেফির
সৌরচালিত উড়োজাহাজ জেফির

টানা ২৬ দিন আকাশে ছিল সৌরচালিত এই উড়োজাহাজ

টানা ২৬ দিন আকাশে উড়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানুষবিহীন ফ্লাইটের রেকর্ড ভেঙেছে সৌরচালিত উড়োজাহাজ জেফির । ২০১৮ সালে একই উড়োজাহাজ টানা ২৫ দিন ২৩ ঘণ্টা ৫৭ মিনিট আকাশে উড়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিল। এ কারণে মাত্র চার বছরের মধ্যেই নিজের রেকর্ড নিজেই ভাঙল এয়ারবাসের তৈরি উড়োজাহাজটি।

সৌরচালিত উড়োজাহাজ জেফির

বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানুষবিহীন ফ্লাইটের রেকর্ড ভাঙার জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে বেলিজ অঞ্চলকে বেছে নেওয়া হয়। এ সময় বাণিজ্যিক বিমান এবং প্রতিকূল আবহাওয়া এড়াতে বায়ুমণ্ডলের ওপরে উড়েছে উড়োজাহাজটি।

দিনে সৌরশক্তির মাধ্যমে পথ পাড়ি দিলেও রাতে উড়োজাহাজটিকে সহায়তা নিতে হয়েছে ব্যাটারির। তবে এসব ব্যাটারি সৌরশক্তির মাধ্যমে চার্জ করার সুযোগ থাকায় কোনো জ্বালানি খরচ হয়নি।

প্রায় ৮২ ফুট চওড়া উড়োজাহাজটির উপরের পুরো অংশেই রয়েছে সোলার প্যানেল। ওজনও বেশ কম, মাত্র ৭৫ কেজি। সৌরচালিত মানুষবিহীন উড়োজাহাজটি হাজার মাইল দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়।

সূত্র : বিবিসি