Thank you for trying Sticky AMP!!

ইবো এক্স রোবট

ঘুরে ঘুরে পাহারা দেয় এই রোবট

সিসি ক্যামেরার মাধ্যমে দূর থেকে ঘর পাহারা দেন অনেকেই। কেউ আবার ঘরের ভেতরে ক্যামেরা যুক্ত করে সন্তান বা পরিবারের বয়স্ক সদস্যদের দেখভাল করেন। কিন্তু ক্যামেরার মাধ্যমে ঘরের ভেতরের সব দৃশ্য ভালোভাবে দেখা যায় না। সমস্যার সমাধান দেবে ইনাবটের তৈরি ইবো এক্স মডেলের রোবট।

এইচডি ক্যামেরাযুক্ত গোলাকার রোবটটি মুখের কথার পাশাপাশি ফোনের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়। ফলে দূর থেকে রোবটটিকে এক রুম থেকে অন্য রুমে পাঠিয়ে সেই রুমের দৃশ্য দেখা সম্ভব। শুধু তা–ই নয়, কাজের ধরন নির্বাচন করে দিলে নিজ থেকেই ঘরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিডিও করতে পারে চাকাযুক্ত রোবটটি। ফলে দূর থেকে সহজেই ঘর পাহারা দেওয়া সম্ভব। মে মাসে বাজারে আসবে রোবটটি।
সূত্র: গিজমো চায়না