Thank you for trying Sticky AMP!!

শাওমি রেডমি এটু প্লাস

১০ হাজার টাকায় নতুন ফোন বাজারে

দেশের বাজারে নতুন ফোন এনেছে শাওমি। মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স প্রসেসরে চলা ‘শাওমি রেডমি এটু প্লাস’ মডেলের এই ফোনের সামনে-পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার ৫ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে দ্রুত ভালো মানের ছবি তোলা যায়। সংস্করণভেদে ৩ ও ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা এবং ১০ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

৬.৫২ ইঞ্চি এইচডি পর্দার ফোনে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। এ ছাড়া ১০ ওয়াটের চার্জার ব্যবহার করে দ্রুত চার্জও করা সম্ভব। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি কালো, হালকা সবুজ ও হালকা নীল রঙে পাওয়া যাচ্ছে।