গিগাবাইট পণ্য
গিগাবাইট পণ্য

সংবাদ সম্মেলনে স্মার্ট টেকনোলজিসের দাবী

গিগাবাইটের নকল পণ্য বিক্রি হচ্ছে বাজারে

দেশের প্রযুক্তি বাজার কিছু অসাধু ব্যবসায়ী গিগাবাইটের নকল পণ্য বিক্রি করছে। মানহীন পণ্য ও রিফাবলিশড (মেরামত করা) পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে তারা। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে গিগাবাইট পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিসের বিতরণ ব্যবসা পরিচালক জাফর আহমেদ। তিনি বলেন, ‘কিছু ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে বিক্রয়োত্তর সেবা ছাড়া নকল গিগাবাইট পণ্য আমদানি করে বিক্রি করছে। গিগাবাইটের নাম ব্যবহার করে যারা নকল পণ্য বিক্রি করছে, তারা আমাদের ও ক্রেতাদের জন্য হুমকি। আমরা ইতিমধ্যে বিষয়টি বাংলাদেশ কম্পিউটার সমিতিকে (বিসিএস) জানিয়েছি। নকল গিগাবাইট পণ্য থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের অবশ্যই স্মার্টের স্টিকার ও বিক্রয়োত্তর সেবা দেখে পণ্য কিনতে হবে।’

সংবাদ সম্মেলনে গিগাবাইটের বাংলাদেশ প্রধান খাজা মো. আনাস খান বলেন, ‘একটা সময় ছিল, যখন গিগাবাইটের পণ্য বলতে সবাই শুধু মাদারবোর্ড আর গ্রাফিকস কার্ডকে চিনত। কিন্তু বর্তমানে কম্পিউটারের প্রয়োজনীয় প্রায় সব যন্ত্রাংশ তৈরি করছে গিগাবাইট। নকল পণ্য বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদারবোর্ড ও গ্রাফিকস কার্ড ছাড়াও বর্তমানে গিগাবাইট ব্রান্ডের ল্যাপটপ, মনিটর, র‍্যাম, এসএসডি, কেসিং, পাওয়ার সাপ্লাই, কুলার, মাউস, কি-বোর্ড দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

ইন্টেলের নতুন প্রজন্মের প্রসেসরগুলোর কার্যকারিতা সঠিকভাবে ব্যবহারের সুযোগ দিতে গিগাবাইট তাদের ইন্টেল ৬০০ সিরিজের মাদারবোর্ডের বায়োস হালনাগাদ করেছে। ফলে বাজারে আসতে যাওয়া নতুন প্রজন্মের ইন্টেল প্রসেসরে মাদারবোর্ডগুলো স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্মার্ট টেকনোলজিসের চ্যানেল বিক্রয় পরিচালক মুজাহিদ আলবেরুনী।