বন্ধু বা পরিচিতদের সহজে ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ দিতে ‘কল লিংকস’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। এ সুবিধার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, ব্যস্ততার কারণে নির্দিষ্ট সময়ে অংশ নিতে না পারলেও ভিডিও কল চলা অবস্থায়ও অংশ নেওয়ার সুযোগ মিলবে। সবকিছু ঠিক থাকলে এ সপ্তাহের মধ্যেই সেবাটি চালু হবে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কলস ট্যাবের মধ্যেই কল লিংকস সুবিধা যুক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কলের আমন্ত্রণ পাঠানোর পাশাপাশি ভিডিও কলে অংশ নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা হালনাগাদ সংস্করণের হোয়াটসঅ্যাপে এ সুবিধা পাওয়া যাবে।
কল লিংকস সুবিধার পাশাপাশি একসঙ্গে ৩২ জনের সঙ্গে ভিডিও কলের সুযোগও চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে বন্ধু বা পরিচিতদের পাশাপাশি গ্রুপের সদস্যদের সঙ্গে সহজেই ভিডিও কলে কথা বলা যাবে। বর্তমানে একসঙ্গে ৩২ জনের সঙ্গে অডিও কল করার সুযোগ দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।
সম্প্রতি, গ্রুপ কলের সময় নির্দিষ্ট সদস্যদের মাইক্রোফোন দূর থেকে মিউট করার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে গ্রুপ কলে যুক্ত থাকা সদস্যরা বক্তার কথা ভালোভাবে শুনতে পারেন। শুধু তা–ই নয়, গ্রুপ কলে যুক্ত থাকা অবস্থায়ও নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানোর সুযোগ চালু করেছে।
সূত্র: এনডিটিভি