
প্রাইডসিস আইটি লিমিটেডের তৈরি ‘প্রাইডইআরপি’ সফটওয়্যার ব্যবহার করবে দেশের অন্যতম হস্তশিল্প প্রতিষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেড। এ জন্য সম্প্রতি প্রাইডসিস আইটি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় ‘প্রাইডইআরপি’ সফটওয়্যারের মাধ্যমে কারুপণ্য রংপুর লিমিটেডের উৎপাদনপ্রক্রিয়া, ইনভেন্টরি, সম্পদ পরিকল্পনা থেকে শুরু করে ব্যবস্থাপনা কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কারুপণ্য রংপুর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, প্রাইডসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবালসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাইডসিস আইটি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইডইআরপি সফটওয়্যার এরই মধ্যে বিশ্বের ১০টি দেশের ৪ শতাধিক প্রতিষ্ঠানে ব্যবহার করছে। সফটওয়্যারটি এত দিন উৎপাদন, রপ্তানি, ট্রেডিং ও সেবা খাতে ব্যবহার করা হলেও এ চুক্তির আওতায় হস্তশিল্পভিত্তিক শিল্পে প্রথমবারের মতো ব্যবহার করা হবে।
এ বিষয়ে মনোয়ার ইকবাল বলেন, ‘কারুপণ্য রংপুর লিমিটেডের মতো আধুনিক, বিশ্বমানের রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে প্রাইডইআরপি প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। হস্তশিল্প খাতের এই প্রযুক্তিনির্ভর রূপান্তরের ফলে কারুপণ্য রংপুর লিমিটেডের পরিচালন দক্ষতা বাড়াবে।’