Thank you for trying Sticky AMP!!

গাড়ি দুর্ঘটনা শনাক্ত করে বিপদ বার্তা পাঠাবে আইফোন

গাড়ি দুর্ঘটনা শনাক্ত করে বিপদ বার্তা পাঠাবে আইফোন

গাড়ি দুর্ঘটনা শনাক্ত করে বিপদ বার্তা পাঠাবে আইফোন। নতুন এ সুবিধা চালুর জন্য আইওএস ১৬ এর নতুন সংস্করণ এনেছে অ্যাপল। ‘আইওএস ১৬.১. ২’ নামের হালনাগাদ সংস্করণটিতে বেশ কিছু কারিগরি ত্রুটির সমাধান করার পাশাপাশি ক্র্যাশ ডিটেকশন সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।

Also Read: মুছে ফেলা বার্তা আবারও দেখা যাবে আইফোনে

অ্যাপল জানিয়েছে, ক্র্যাশ ডিটেকশন সুবিধা গাড়ি দুর্ঘটনা শনাক্ত করে ব্যবহারকারীকে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করবে। ব্যবহারকারীর সাড়া না পেলে ২০ সেকেন্ড পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ উদ্ধারকারী বিভিন্ন সংস্থাকে স্বয়ংক্রিয়ভাবে বিপদ বার্তাও পাঠাবে। ফলে দ্রুত উদ্ধারকারী দলের সাহায্য পাওয়া যাবে।

Also Read: আইওএস ১৬ হালনাগাদ করে বিপাকে আইফোন ব্যবহারকারীরা

উল্লেখ্য, আইফোন ১৪-তে বিল্টইনভাবে থাকলেও পুরোনো সংস্করণের আইফোনে ‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। কিন্তু নতুন এ সুবিধা শুধু আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলে ব্যবহার করা যাবে।

Also Read: আইফোন ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে অ্যাপল

আইফোনের সেটিংসে প্রবেশের পর জেনারেল অপশন থেকে সফটওয়্যার আপডেট মেনুতে ক্লিক করে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করা যাবে।

গত ১২ সেপ্টেম্বর ‘আইওএস ১৬’ আনার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো অপারেটিং সিস্টেম হালনাগাদ করল অ্যাপল।
সূত্র: ফোর্বস