নবান্ন উৎসবে ঐতিহ্যবাহী মাছের মেলা

নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ায় প্রতিবছর বসে মাছের মেলা। দূরদূরান্তের মানুষ নবান্নের মাছের মেলায় আসেন মাছ কিনতে। এ সময় ঘরে ঘরে বড় মাছ দিয়ে স্বজনদের আপ্যায়নের রেওয়াজ আছে এ এলাকার। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে..