এক ছাদের নিচে জড়ো হয়েছে ৫ হাজারের বেশি মৃত বন্য প্রাণী

টাঙ্গাইলে অবস্থিত একটি আঞ্চলিক জাদুঘরে সংরক্ষিত আছে মৃত বণ্য প্রাণীর শরীর। জাদুঘরটির নাম: ‘যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর’। এখানে পাঁচ হাজাররের বেশি বন্য প্রাণী সংরক্ষণ করে রাখা আছে। ধৈর্যের সঙ্গে এই কাজ করছেন ট্যক্সিডার্মিস্ট জুয়েল রানা। বিস্তারিত ভিডিওতে...