এক পরিবারের চারজনের আইবিএতে পড়ার বিরল ঘটনা

বাবা ও তিন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, আইবিএতে পড়েছেন। দেশে এটি এক বিরল ঘটনা। এ পথে হাঁটতে বেগ পেতে হয়েছে বাবা ও তিন মেয়েকে। এর মধ্যে ছোট মেয়ে বিদেশে পড়তে গিয়েও ফিরে এসেছেন, হোঁচট খেয়ে উঠে দাঁড়িয়ে ভর্তি হয়েছেন সেই আইবিএতে। বাবা ও তিন মেয়ের আইবিএতে পড়ার গল্প দেখুন ভিডিও প্রতিবেদনে....