মেট্রোরেলে কীভাবে কাজ করে বিয়ারিং প্যাড? কীভাবেই-বা খুলে পড়ল?

এক বছরের ব্যবধানে ঢাকার মেট্রোরেলে একই ধরনের দুর্ঘটনার পর অনেকের কৌতূহল এখন বিয়ারিং প্যাড নিয়ে। ২৬ সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। কেউ কেউ জানতে চাইছেন, এই প্যাড যদি রাবার দিয়েই তৈরি হয়, তার আঘাতে কি মৃত্যু ঘটা সম্ভব? কি এই বিয়ারিং প্যাড? দেখুন ভিডিও প্রতিবেদনে