রাকসু নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এতে ভিপি (সহসভাপতি) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো.ফাহিম রেজা। ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করে দলটি।