১০০ বছরের স্টিমার ফিরল নদীতে

তিন বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার। প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল নৌপথে চলবে ১০০ বছরের পুরোনো প্যাডেল স্টিমার পি এস মাহসুদ। পরদিন শনিবার সকালে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এটি। মাত্র এক দিনের এই ভ্রমণে পাবেন ইতিহাস, নদী, ভ্রমণ আর স্টিমারের সেই পুরোনো দিনের অনুভূতি।