গত ১৫ মাসে দেশে বিনিয়োগে মন্দা অবস্থা বিরাজ করছে, যা দেশের মানুষ আগে কখনো দেখেনি। জিনিসপত্রের উচ্চমূল্য, জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদহার, কমহারে মজুরি বৃদ্ধি, ক্রয় ক্ষমতা কমসহ নানা সংকটে দেশের অর্থনীতি। সার্বিকভাবে কেমন আছেন দেশের মানুষ–এ সব নিয়ে প্রথম আলোর নিউজরুম থেকে নির্বাচিত খবরের বিশ্লেষণ দেখুন ভিডিওতে।