মিস ইউনিভার্সে জামদানি–শাপলায় বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন মিথিলা
মিস ইউনিভার্সের মঞ্চে জামদানি শাড়ি ও শাপলা প্রতীক দিয়ে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেছেন তানজিয়া জামান মিথিলা। শাড়িটি হাতে তৈরি, ডিজাইনার আফ্রিনা সাদিয়া। পিপলস চয়েসে এখন শীর্ষ লড়াইয়ে আছেন মিথিলা—ভোট শেষ আজই।