
নাটক আর বিজ্ঞাপনে পরিচিত মুখ শার্লিন ফারজানা। মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ তাঁকে আলোচনায় আনে। সিনেমা মুক্তির আগেই বিয়ে করেন তিনি। এরপর অভিনয় থেকে দূরে সরে সংসার ও ব্যক্তিজীবনে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় ওজন বেড়ে দাঁড়ায় ১১৪ কেজি।
কিন্তু থেমে থাকেননি শার্লিন। নিজের প্রচেষ্টায় ওজন কমিয়ে এনেছেন ৫৮ কেজিতে। সব বাধা উপেক্ষা করে অভিনয়ে ফেরার যাত্রা শুরু করেন অভিনেত্রী শার্লিন ফারজানা। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে