মারা গেছেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা ‘পথের পাঁচালী’ অবলম্বনে কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। এতে দুর্গা চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। ১৮ নভেম্বর সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।